আধাঁরের বুকে নারীর রাজ্যে
রাজ্য জয়ের নতুন স্বপ্নে বিভোর আমি
নারীদেহে কাতুকুতু দিয়ে জাগিয়েছি প্রেমের বহ্নিশিখা
উন্মুক্ত তরবারি দিয়ে লেখা শাণিত কবিতা
আধাঁরের নগরে হারিয়ে খুজেছি আলোর মশাল
অামার আমিকে বাঁচিয়ে রাখতে যুগ-যুগান্তর
তোমার দেহের মানচিত্র খুড়ে-খুড়ে চলেছি
একটি প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে।
তুমিই প্রথম সহায়ক হে নারী-
সভ্যতার ক্রমবিকাশে।
আধাঁরের চাদরে মোড়ানো তব রহস্যেভুবন
মোহিনী রুপ আমাকে সজীবতা এনে দেয়
তোমার বুকে মাথা রেখেই আমার প্রথম আবিস্কার-বহ্নিশিখা
এই জীবন, এই বেঁচে থাকে শুধুই তোমারই অনুপ্রেরণায়।
আধাঁর তোমার কাছে ভাল লাগে তাইতো
তুমি যে আধাঁরে জ্বালো আলোর মশাল
চলো বারবার আধাঁরের নগরীতে
আলোর মিছিলে আমরাই হব সেরা দুনিয়ার।
Poet:-- ] Bangla-kobita.com
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৬/০৬/২০১৬
-
আজকের চাকরির বাজার বিডি.কম ০৫/০৬/২০১৬Have a nice enjoyable intention!!!!!! wow;;;;;;
-
মোঃ নাজমুল হাসান ০৫/০৬/২০১৬চমৎকার। শুভেচ্ছা রইলো।
-
দেবজ্যোতিকাজল ০৫/০৬/২০১৬বেশ ভাল
শুভেচ্ছা নিবেন কবি।