নবীন যুবক দল
আনন্দে আজ আঁখি ছল ছল,
সততাই শক্তি একতাই বল।
পুলকিত সব প্রত্যাশিদের ঢল,
হাকিয়া বলিছে আয়রে, তোরা চল।
দেখবি চেয়ে, কে ধরিলো হাল,
ঐ দেখা যায় নবীন যুবক দল।
লইয়াছে শপথ ধরিয়াছে হাল,
দ্বীপ্ত তারা উদ্যমী, আছে গভীর মনোবল।
অকুতোভয় নির্ভীক তারা, সত্যের সেনা দল,
আনিতে বিজয় সদা ঐক্য অবিচল।
ন্যয় নিষ্ঠ আর মনুষ্যত্বপূর্ন দল,
রাখিবে সমুন্নত, করিবে জগৎ আলোকিত সচল।
খুলিবে নতুন দীগন্ত, হইবে সমৃদ্ধ উসুল,
উঠিবে নতুন সূর্য, সবে পাইবে সুদিনের সুফল।
সততাই শক্তি একতাই বল।
পুলকিত সব প্রত্যাশিদের ঢল,
হাকিয়া বলিছে আয়রে, তোরা চল।
দেখবি চেয়ে, কে ধরিলো হাল,
ঐ দেখা যায় নবীন যুবক দল।
লইয়াছে শপথ ধরিয়াছে হাল,
দ্বীপ্ত তারা উদ্যমী, আছে গভীর মনোবল।
অকুতোভয় নির্ভীক তারা, সত্যের সেনা দল,
আনিতে বিজয় সদা ঐক্য অবিচল।
ন্যয় নিষ্ঠ আর মনুষ্যত্বপূর্ন দল,
রাখিবে সমুন্নত, করিবে জগৎ আলোকিত সচল।
খুলিবে নতুন দীগন্ত, হইবে সমৃদ্ধ উসুল,
উঠিবে নতুন সূর্য, সবে পাইবে সুদিনের সুফল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৪/০৩/২০২৪ভালো লেখা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০২/২০২৪খুব ভালো
-
আলমগীর সরকার লিটন ২৭/০২/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ২৬/০২/২০২৪অসম্ভব ভালো লিখেছেন,
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৬/০২/২০২৪❤️