www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাজী সা‌হেব

কাজী! মানুষটা বড়ই নামা‌জি।
সত্য সুন্দর ন্য‌য়ের মা‌ঝি।
দুরন্ত তি‌নি,ব্যস্ত অ‌তি,
আল্লাহভীরু সমাজপ‌তি।
রাসূ‌লের(সঃ) আদর্শ পালন ক‌রি,
জ্বালাবে তি‌নি ন্য‌য়ের বা‌তি।
‌সহজ সরল স্বভাব তাহার,
ব্য‌ক্তিত্বতায় পূর্ন সমাহার।
সুঠাম সুন্দর দে‌হের গড়ন,
বেজায় চ‌লে তাহার চরন।
সু‌-মিষ্ট মুখের বচন,
সুভ্র-সাদা তাহার দাঁতন।
ক্ষুদ্র কেশী মস্তক তাহার,
ঘন দা‌ড়ি চোয়াল বাহার।
আলতা রাঙ্গা গা‌য়ের বরন,
হাস্যউজ্জ্বল মু‌খের ধরন।
টানাটানা নাখ তাহার, মায়াবি চোখ,
প্রশস্ত বক্ষ তাহার, হৃদয় বড়‌লোক।
দীর্ঘ তাহার হস্তযু‌গোল ঊর্ধমুখী হোক,
আল্লাহর বিধান মে‌নে চলুক সকল সভ্য‌লোক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২৯/১২/২০২১
    কাজী সাহেবের দেহ গঠন ও চারিত্রিক গুণের সুন্দর চিত্র ফুটে উঠেছে।
  • চমৎকার অন্তমিল
  • সুন্দর কাজী সাহেবের বর্ণনা
    ও সমাপ্তিতে আশাবাদ।
  • ফয়জুল মহী ২৮/১২/২০২১
    দারুণ প্রকাশ!
    মুগ্ধতা সীমাহীন।
 
Quantcast