অদ্যাবধি
প্রথম যে ক্ষনে
আঁখি যুগল মেলে
হেরিলে জগতের আলো।
মুক্ত বায়ুর মোহে
সুস্থ সবল দেহে
যে প্রান ধরায় জাগিলো।।
কর্ন দু'টি মেলি
যে স্বর শুনি
তব কন্ঠে স্বর আসিলো।।।
অদ্যাবধি হয়ে
স্বরুপ চলিছে বয়ে
দিকে দিকে ছড়িয়ে আলো।।।।
যত গ্লানি পায়ে দলিয়ে
অগ্রজ তুমি যাও এগিয়ে
হাসিবে ভূবন তোমার কর্ম হলে ভালো।।।।।
আঁখি যুগল মেলে
হেরিলে জগতের আলো।
মুক্ত বায়ুর মোহে
সুস্থ সবল দেহে
যে প্রান ধরায় জাগিলো।।
কর্ন দু'টি মেলি
যে স্বর শুনি
তব কন্ঠে স্বর আসিলো।।।
অদ্যাবধি হয়ে
স্বরুপ চলিছে বয়ে
দিকে দিকে ছড়িয়ে আলো।।।।
যত গ্লানি পায়ে দলিয়ে
অগ্রজ তুমি যাও এগিয়ে
হাসিবে ভূবন তোমার কর্ম হলে ভালো।।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৯/২০২০ভালো
-
ফয়জুল মহী ০৮/০৯/২০২০Very good post
-
প্রদীপ কুমার ০৮/০৯/২০২০ছন্দের জাদুকর