তুলনা
তুমি কি এক পশলা বৃষ্টি,
নাকি আলোকময় রৌদ্র।
তুমি কি নিরব রাত্রি,
নাকি কর্মব্যস্তময় দিবালগ্ন।
তুমি কি রাতের তারা,
নাকি হাস্যউজ্জ্বল চন্দ্র।
তুমি কি পাখির কন্ঠের গান,
নাকি রাখালের মায়াবী বাঁশির সুর মন্ত্র।
তুমি কি গাছের সুশীতল ছায়া,
নাকি নদীর বুকে বয়ে যাওয়া ঢেউ তরঙ্গ।
তুমি কি দুঃখ কষ্ট ভুলানো শীতল পরশ,
নাকি আঁধারে ঢেকে যাওয়া বিভীষিকাময় ছন্দ।
তুমি কি উদ্যানের সদ্য ফুটা রঙ্গন,
নাকি নূরজাহান রুপি এক পতঙ্গ।
নাকি আলোকময় রৌদ্র।
তুমি কি নিরব রাত্রি,
নাকি কর্মব্যস্তময় দিবালগ্ন।
তুমি কি রাতের তারা,
নাকি হাস্যউজ্জ্বল চন্দ্র।
তুমি কি পাখির কন্ঠের গান,
নাকি রাখালের মায়াবী বাঁশির সুর মন্ত্র।
তুমি কি গাছের সুশীতল ছায়া,
নাকি নদীর বুকে বয়ে যাওয়া ঢেউ তরঙ্গ।
তুমি কি দুঃখ কষ্ট ভুলানো শীতল পরশ,
নাকি আঁধারে ঢেকে যাওয়া বিভীষিকাময় ছন্দ।
তুমি কি উদ্যানের সদ্য ফুটা রঙ্গন,
নাকি নূরজাহান রুপি এক পতঙ্গ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২২/০৪/২০২০চমৎকার।
-
বিকাশ ২২/০৪/২০২০ভালো লাগলো। বানান দেখলে ভাল হয় যেমন 'নীরব।
-
ডঃ নাসিদুল ইসলাম ২২/০৪/২০২০চমৎকার লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৪/২০২০চমৎকার কবিতা, শ্রুতিমধুর।
-
ফয়জুল মহী ২১/০৪/২০২০শ্রুতিমধুর লেখা