ভালোবাসা
ভালোবাসতে মন লাগে,
বিলাসিতা নয়।
উপেক্ষিত প্রেম স্বার্থ খোজে,
ভালোবাসা নয়।
চাকচিক্যভাব ক'দিন থাকে,
বেশি দিনের নয়।
ছলোনায় ঠিক মন ভোলে,
বাস্তবতায় নয়।
বাহ্যিক রুপটি ধরা পড়ে,
মনের রুপটি নয়।
ভালোবাসা উদার থাকে,
জটিলতা নয়।
বিলাসিতা নয়।
উপেক্ষিত প্রেম স্বার্থ খোজে,
ভালোবাসা নয়।
চাকচিক্যভাব ক'দিন থাকে,
বেশি দিনের নয়।
ছলোনায় ঠিক মন ভোলে,
বাস্তবতায় নয়।
বাহ্যিক রুপটি ধরা পড়ে,
মনের রুপটি নয়।
ভালোবাসা উদার থাকে,
জটিলতা নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২০/০৪/২০২০এটাই তো ভালোবাসা
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৪/২০২০ভালোবাসা সবচেয়ে দামী।
-
মিলন সরকার রাকিব ১৯/০৪/২০২০সুন্দর ভাবার্থ। শুভ কামনা রইলো।
-
সীমন্ত মৈত্র ১৯/০৪/২০২০খাঁটি সত্য কথা। ভালো লাগল কবি। ভালো থাকবেন।
-
গাজী তারেক আজিজ ১৯/০৪/২০২০বেশ হয়েছে
-
ফয়জুল মহী ১৯/০৪/২০২০অপূর্ব শব্দ বুনন ।
-
সীমন্ত মৈত্র ১৯/০৪/২০২০সঠিক মূল্যায়ন