তোমার তরে
অন্যদিকটা যেমনই লাগুক,
তোমাকে লেগেছে ভালো।
চারিদিকে থাক যতই আঁধার,
তুমি যে আমার আলো।
হাসি যদি থাকে চাঁদের কিরনে,
তোমার মুখেই তা গোছালো।
বৃক্ষে যদি থাকে শিতল ছায়া,
তোমার পরশেই তা লোকানো।
প্রভুর দান সে পবিত্র বন্ধন,
যেনো স্বর্গ থেকে পাওয়া সুখের ক্রন্দন।
মোদের জীবনে ঘোচাতে আঁধার,
তুমি সে প্রদীপ জ্বালো।
তোমাকে লেগেছে ভালো।
চারিদিকে থাক যতই আঁধার,
তুমি যে আমার আলো।
হাসি যদি থাকে চাঁদের কিরনে,
তোমার মুখেই তা গোছালো।
বৃক্ষে যদি থাকে শিতল ছায়া,
তোমার পরশেই তা লোকানো।
প্রভুর দান সে পবিত্র বন্ধন,
যেনো স্বর্গ থেকে পাওয়া সুখের ক্রন্দন।
মোদের জীবনে ঘোচাতে আঁধার,
তুমি সে প্রদীপ জ্বালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২১/০৪/২০২০ভালো লাগলো
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২০/০৪/২০২০অসম্ভব সুন্দরলেখনী
-
ডঃ নাসিদুল ইসলাম ২০/০৪/২০২০চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৪/২০২০সুন্দর প্রেমের কাব্য।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৪/২০২০ভালো
-
কুমারেশ সরদার ২০/০৪/২০২০বলিহারি
-
ফয়জুল মহী ১৯/০৪/২০২০। লেখা পড়ে বিমোহিত হলাম।
-
গাজী তারেক আজিজ ১৯/০৪/২০২০ভালো লাগা