দুরন্ত বুবু
আমার বুবু দুন্দি,
কটরমটর তার সঙ্গী।
কথা কয় নেচে নেচে,
গ্রামটি পায়ে ছেচে।
খেলাধুলা দিবালোকে,
সন্ধ্যা হলে ক্লান্তি নামে।
কি ঘুমযে ঘুময় আহা,
প্রভাত হতেই দেয়যে সাড়া।
সাজ সকালে কিযে তাড়া,
রান্না-বাড়ার ঘনাঘটা।
কাদামাটি আর কলমি লতা,
খাটা রাঁধতে তেতুল পাতা।
দুপুর হতেই হৈ চৈ,
জমছে খেলা নৈ নৈ।
যার মাথায় আছে নৈ,
সবার আগে তাকে ছুই।
বাবা যাবেন গঞ্জে,
বুবু নাচে ছন্দে।
তারযে আছে বায়না,
আনতে হবে পুতুলের বিয়ের লালাশাড়ি
আর সাজসজ্জার গয়না।
পুতুলের বিয়ে কালকি,
চোট্ট সোনার পালকি।
বিয়ের কাজে ব্যস্ত বুবু
কে দেয় তারে সান্তনা,
বর আসবে বউ নিতে
ডালিম গাছের আঙ্গিনা।
শুভ ক্ষনে ডালিম তলে,
বিয়ে হলো বর ও কনে।
কি আনন্দ সবার প্রানে,
অশ্রু শুধু বুবুর নয়নে।
ক্ষনিক বাদে আমায় ডেকে
কি যে দিল সান্তনা,
নির্বাক সবে ঘরে ফিরে
বুবু শুয়ে ডালিম গাছের ঐ আঙ্গিনা।
কটরমটর তার সঙ্গী।
কথা কয় নেচে নেচে,
গ্রামটি পায়ে ছেচে।
খেলাধুলা দিবালোকে,
সন্ধ্যা হলে ক্লান্তি নামে।
কি ঘুমযে ঘুময় আহা,
প্রভাত হতেই দেয়যে সাড়া।
সাজ সকালে কিযে তাড়া,
রান্না-বাড়ার ঘনাঘটা।
কাদামাটি আর কলমি লতা,
খাটা রাঁধতে তেতুল পাতা।
দুপুর হতেই হৈ চৈ,
জমছে খেলা নৈ নৈ।
যার মাথায় আছে নৈ,
সবার আগে তাকে ছুই।
বাবা যাবেন গঞ্জে,
বুবু নাচে ছন্দে।
তারযে আছে বায়না,
আনতে হবে পুতুলের বিয়ের লালাশাড়ি
আর সাজসজ্জার গয়না।
পুতুলের বিয়ে কালকি,
চোট্ট সোনার পালকি।
বিয়ের কাজে ব্যস্ত বুবু
কে দেয় তারে সান্তনা,
বর আসবে বউ নিতে
ডালিম গাছের আঙ্গিনা।
শুভ ক্ষনে ডালিম তলে,
বিয়ে হলো বর ও কনে।
কি আনন্দ সবার প্রানে,
অশ্রু শুধু বুবুর নয়নে।
ক্ষনিক বাদে আমায় ডেকে
কি যে দিল সান্তনা,
নির্বাক সবে ঘরে ফিরে
বুবু শুয়ে ডালিম গাছের ঐ আঙ্গিনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৪/২০২০খুব ভালো ।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৪/২০২০মজার ছড়া।
-
চন্দ্রকান্ত চক্রবর্তী ০২/০৪/২০২০বেশ ভালো।
-
ফয়জুল মহী ০২/০৪/২০২০লেখা পড়ে ভালো লেগেছে।