নিঝুম রাত
নিঝুম রাতে দূর গগনে চাঁদ উঠেছে আজ,
কিঞ্চিৎ ভাসে মেঘের ভেলা তারা দিয়েছে সাজ।
চন্দ্রের কিরন আমার নয়ন হারিয়ে গেছে লাজ,
কোথায় যামিনী মিলিয়ে গেছে ছড়িয়ে পড়েছে তাজ।
জোনাক জ্বলে ঝি ঝি ডাকে পঙ্ক্জ সলিলমাঝ,
শুভাসিত তাই মৃদু সমিরন ছড়িয়ে গন্ধরাজ।
নৈসর্গিক সব বন্ধ জানালা আলগা করেছে ভাজ,
বিমহিত হৃদয় যাচিছে তাই এমনই স্বর্গের ঝাঁজ।
হঠৎকরে অদৃশ্যে পড়েছে একটা বাজ,
মেলিছে কপাট কার ইশারায় হারিয়ে যেতে আজ।
কিঞ্চিৎ ভাসে মেঘের ভেলা তারা দিয়েছে সাজ।
চন্দ্রের কিরন আমার নয়ন হারিয়ে গেছে লাজ,
কোথায় যামিনী মিলিয়ে গেছে ছড়িয়ে পড়েছে তাজ।
জোনাক জ্বলে ঝি ঝি ডাকে পঙ্ক্জ সলিলমাঝ,
শুভাসিত তাই মৃদু সমিরন ছড়িয়ে গন্ধরাজ।
নৈসর্গিক সব বন্ধ জানালা আলগা করেছে ভাজ,
বিমহিত হৃদয় যাচিছে তাই এমনই স্বর্গের ঝাঁজ।
হঠৎকরে অদৃশ্যে পড়েছে একটা বাজ,
মেলিছে কপাট কার ইশারায় হারিয়ে যেতে আজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহারুখ হোসেন ০৫/০৪/২০২০শুভেচ্ছা
-
চন্দ্রকান্ত চক্রবর্তী ০২/০৪/২০২০কাব্যময়।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৪/২০২০অসাধারণ, ধন্যবাদ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৪/২০২০Very good
-
ফয়জুল মহী ০১/০৪/২০২০অনুপম, অতুলনীয় লেখা।
-
সয়েল সেলিম হাসান ০১/০৪/২০২০Good
-
গাজী তারেক আজিজ ৩১/০৩/২০২০কাব্যিক