www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা-বাবা

মা-বাবার আদর-স্নেহে গড়া মোরা তিনটি ভাই-বোন,
কত মায়া মমতায় মোদের করেছেন লালন-পালন।
যোগাতে মুখে অন্ন মোদের কত লাঞ্ছনা করেছেন বরন,
পানির দামে রক্ত বিকিয়ে করেছেন প্রানের সঞ্চালন।

লাজুক মাতা ছিড়িয়া পর্দা করেছেন আহারের সন্ধান,
অভুক্ত মাতা লুকিয়ে ক্ষুধা খায়িয়েছেন পুত্রধন।
থেমে চলে জীবন তারই মাঝে যেন মোরা হ্নদয়ের স্পন্দন,
মায়ার আচলে জড়িয়ে মাতা করেন সুখের ক্রন্দন।

বাবাকে দেখেছি পেটের পিড়ায় করেছেন রাত্রি জাগরন,
তবুও তিনি ঔষধ না কিনে, কিনে এনেছেন লিখন।
বাবা বলিতেন বিচার চাহিবে লোকে এমন কার্য করিবেনা সম্পাদন,
আমাদের ঘরে শুধু মানুষ নয়, থাকিবে মনুষ্যত্বের বন্ধন।

কত বিত্তের ঘরে চিত্ত আছে নেইতো মনুষ্যত্বের মন,
আমাদের ঘরে চিত্ত নাইকো আছে মহত্বের চিত্রায়ন।
স্রষ্টার পরে মা-বাবা মোদের শ্রেষ্ঠত্বের স্থান,
দোয়া করিবেন মোদের যেন মা-বাবার তরে পাই স্বর্গের সন্ধান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভারী সুন্দর।
  • গাজী তারেক আজিজ ০১/০৪/২০২০
    খুব সুন্দর
  • ফয়জুল মহী ৩০/০৩/২০২০
    । পরিপক্ব ও পরিপাটি লেখা । বেশ
  • গাজী তারেক আজিজ ৩০/০৩/২০২০
    খুব সুন্দর
  • ভালো রচনা ।
  • মা-বাবার দায়িত্ব নিতে হবে সন্তানকে।
    চমৎকার লেখনী কবি। আপনাকে ধন্যবাদ।
  • ভালো।
 
Quantcast