মানবের সন্ধানে
আমি মানুষ বলি কারে?
জন্মিলো যে মানব সন্তান মানবেরই ঘরে,
নাকি উচ্চ বংশ, বিত্ত-চিত্ত, যশ-খ্যাতির ডরে
ঐ বিবেকশূন্য মনুষ্যহীন হাদারামটারে।
না না না তাকে আমি মানুষ বলিনারে!
আমি মানুষ বলি কারে?
স্বার্থপর যে ক্ষমতার লোভ করে,
শিক্ষা, লেবাস আর অভিনয়কে পুজি করে
নিজেকে দানবীর ও মানবতার দাবি করে।
না না না তাকে আমি মানুষ বলিনারে!!
আমি মানুষ বলি কারে?
ধোকাবাজ সে বক্তৃতায় মধু ঝরে,
জাতির দুর্ভিক্ষে সুযোগের সন্ধানে
প্রলোভন আর মিথ্যা আশ্বাসে আপনার দল ভারি করে।
না না না তাকে আমি মানুষ বলি নারে!!!
আমি মানুষ বলি কারে?
জরাজীর্ন যে জাতি আজ মরে রোগ-শোক, অর্ধাহারে-অনাহারে,
ভোগ বিলাশে মত্ত যে জন ভুলিয়া মানবেরে
আরো চাই আরো চাই বলে যার চাহিদা মেটে নারে।
না না না তাকে আমি মানুষ বলি নারে!!!!
আমি মানুষ বলি কারে?
পূর্ন যে হ্নদয় মনুষ্যত্বের ভরে
হোকনা দীন-হীন সে থাকনা ছোট্ট ঘরে।
অকুতভয় নির্ভীক সে সত্যের সন্ধানে
আপনারে তুচ্ছ জ্ঞানে সেবিবে মানবেরে।
হ্যা হ্যা হ্যা আমি মানুষ বলি তারে!!!!!
জন্মিলো যে মানব সন্তান মানবেরই ঘরে,
নাকি উচ্চ বংশ, বিত্ত-চিত্ত, যশ-খ্যাতির ডরে
ঐ বিবেকশূন্য মনুষ্যহীন হাদারামটারে।
না না না তাকে আমি মানুষ বলিনারে!
আমি মানুষ বলি কারে?
স্বার্থপর যে ক্ষমতার লোভ করে,
শিক্ষা, লেবাস আর অভিনয়কে পুজি করে
নিজেকে দানবীর ও মানবতার দাবি করে।
না না না তাকে আমি মানুষ বলিনারে!!
আমি মানুষ বলি কারে?
ধোকাবাজ সে বক্তৃতায় মধু ঝরে,
জাতির দুর্ভিক্ষে সুযোগের সন্ধানে
প্রলোভন আর মিথ্যা আশ্বাসে আপনার দল ভারি করে।
না না না তাকে আমি মানুষ বলি নারে!!!
আমি মানুষ বলি কারে?
জরাজীর্ন যে জাতি আজ মরে রোগ-শোক, অর্ধাহারে-অনাহারে,
ভোগ বিলাশে মত্ত যে জন ভুলিয়া মানবেরে
আরো চাই আরো চাই বলে যার চাহিদা মেটে নারে।
না না না তাকে আমি মানুষ বলি নারে!!!!
আমি মানুষ বলি কারে?
পূর্ন যে হ্নদয় মনুষ্যত্বের ভরে
হোকনা দীন-হীন সে থাকনা ছোট্ট ঘরে।
অকুতভয় নির্ভীক সে সত্যের সন্ধানে
আপনারে তুচ্ছ জ্ঞানে সেবিবে মানবেরে।
হ্যা হ্যা হ্যা আমি মানুষ বলি তারে!!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৩/২০২০হৃদয়ে মানুষই প্রকৃত মানুষ।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০২০মানুষ হতে পারে ক’জন?
-
শরিফুল ইসলাম (1990) ২৯/০৩/২০২০সালাম হে প্রিয়
-
ফয়জুল মহী ২৯/০৩/২০২০মুগ্ধকর লিখনশৈলি।