আমাদের গ্রাম
তোমায় নিয়ে যাব আমি ময়ূরপঙ্খী নায়,
সবুজ ছায়া মায়ায় ঘেরা সূর্যদীঘল গাঁয়।
কি অপরুপ গ্রামখানি মোর সহজ সরল হায়,
নাহি ভেদাভেদ কাহারও সনে নাহি শঙ্কা ভয়।
ভাই ভাই সব এক হয়ে বাস মায়ের মমতায়,
পাক-পাখালি ফুলে-ফলে আর সোনার ফসল ধায়,
কলকল রবে বয়ে চলেছে মধুমতি বায়।
দুঃখ সবে ভাগা ভাগি করে দুঃখকে করে জয়,
সবার মুখে হাসি যেন তাই হাসি রাজ্যময়।
এ যেন এক স্বপ্ন রাজ্য অনাবিল সুখময়,
মায়ার ডোরে রেখেছে বেঁধে গভীর মমতায়।
সবুজ ছায়া মায়ায় ঘেরা সূর্যদীঘল গাঁয়।
কি অপরুপ গ্রামখানি মোর সহজ সরল হায়,
নাহি ভেদাভেদ কাহারও সনে নাহি শঙ্কা ভয়।
ভাই ভাই সব এক হয়ে বাস মায়ের মমতায়,
পাক-পাখালি ফুলে-ফলে আর সোনার ফসল ধায়,
কলকল রবে বয়ে চলেছে মধুমতি বায়।
দুঃখ সবে ভাগা ভাগি করে দুঃখকে করে জয়,
সবার মুখে হাসি যেন তাই হাসি রাজ্যময়।
এ যেন এক স্বপ্ন রাজ্য অনাবিল সুখময়,
মায়ার ডোরে রেখেছে বেঁধে গভীর মমতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০২/১১/২০১৭সুন্দর সৃষ্টি
-
রনি বিশ্বাস ০২/১১/২০১৭অসাধারণ লেখনী ।অনেক অনেক শুভকামনা রইল ।
-
আজাদ আলী ০২/১১/২০১৭Osadharan
-
সোলাইমান ০২/১১/২০১৭অসাধারণ লেখনী!মোহিত প্রিয় কবি।অনেক শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ০১/১১/২০১৭সুন্দর লিখেছেন প্রিয় কবি।
-
কামরুজ্জামান সাদ ০১/১১/২০১৭অনেক দিন পর সুন্দর ও পরিপাটি একটা লেখা পেলাম।