যৌবনের বন্দনা
যৌবনের বন্দনা
শরিফুল ইসলাম
শৈশব কৈশর পেরিয়ে করি যৌবনের বন্দনা,
প্রস্ফুটিত এক ফুলের কলি, ঠিক যেন সে অনন্ত যৌবনা।
বিপদ সঙ্কুল পথ আর যত জীবনের বঞ্ছনা,
পদাঘাতে চূর্ন করে আনিবে বিজয় এটাই তার বন্দনা।
দুলোক ভুলোক সব হেরিয়া,
সে নিজের জায়গায় লইবে আসন করিয়া।
যুদ্ধের ময়দানে নির্ভীক সৈনিক, ঊচু তার ঝঞ্জা,
ভালোবাসায় দ্বিক বিজয়ী, সর্বকূলে বন্দনা।
স্বর্থ দিয়ে স্বর্থ বিকায়, স্বর্থে যে লাঞ্ছনা,
পরার্থে সে স্বার্থের জয়, স্বার্থ যে অনন্যা।
যৌবন সে সর্বজয়ী, নেই তার কোন গঞ্জনা,
জয় করিতে এই বিশ্বটাকে, তাইতো যৌবনের করি বন্দনা।
শরিফুল ইসলাম
শৈশব কৈশর পেরিয়ে করি যৌবনের বন্দনা,
প্রস্ফুটিত এক ফুলের কলি, ঠিক যেন সে অনন্ত যৌবনা।
বিপদ সঙ্কুল পথ আর যত জীবনের বঞ্ছনা,
পদাঘাতে চূর্ন করে আনিবে বিজয় এটাই তার বন্দনা।
দুলোক ভুলোক সব হেরিয়া,
সে নিজের জায়গায় লইবে আসন করিয়া।
যুদ্ধের ময়দানে নির্ভীক সৈনিক, ঊচু তার ঝঞ্জা,
ভালোবাসায় দ্বিক বিজয়ী, সর্বকূলে বন্দনা।
স্বর্থ দিয়ে স্বর্থ বিকায়, স্বর্থে যে লাঞ্ছনা,
পরার্থে সে স্বার্থের জয়, স্বার্থ যে অনন্যা।
যৌবন সে সর্বজয়ী, নেই তার কোন গঞ্জনা,
জয় করিতে এই বিশ্বটাকে, তাইতো যৌবনের করি বন্দনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কষ্টের ফেরিওলা ০৪/০৯/২০১৫খুব ভালো