শরিফুল ইসলাম (1990)
শরিফুল ইসলাম (1990)-এর ব্লগ
-
আনন্দে আজ আঁখি ছল ছল,
সততাই শক্তি একতাই বল।
পুলকিত সব প্রত্যাশিদের ঢল,
হাকিয়া বলিছে আয়রে, তোরা চল। [বিস্তারিত] -
একদা পাঠশালার এক অনুষ্ঠানে,
বন্ধুদের বিশেষ অনুরোধে,
মগ্ন হয়ে এক খিলি পান পাতার স্বাদ আস্বাদনে,
স্নায়ুর অনুভূতির কি এক গন্ডগোলে, [বিস্তারিত] -
কাজী! মানুষটা বড়ই নামাজি।
সত্য সুন্দর ন্যয়ের মাঝি।
দুরন্ত তিনি,ব্যস্ত অতি,
আল্লাহভীরু সমাজপতি। [বিস্তারিত] -
সুন্দর তাহার দেহের গঠন,
সুন্দর তাহার চলন।
সুন্দর তাহার যুগল নয়ন
সুন্দর তাহার চাহন। [বিস্তারিত] -
প্রথম যে ক্ষনে
আঁখি যুগল মেলে
হেরিলে জগতের আলো।
মুক্ত বায়ুর মোহে [বিস্তারিত] -
তুমি কি এক পশলা বৃষ্টি,
নাকি আলোকময় রৌদ্র।
তুমি কি নিরব রাত্রি,
নাকি কর্মব্যস্তময় দিবালগ্ন। [বিস্তারিত] -
অন্যদিকটা যেমনই লাগুক,
তোমাকে লেগেছে ভালো।
চারিদিকে থাক যতই আঁধার,
তুমি যে আমার আলো। [বিস্তারিত] -
ভালোবাসতে মন লাগে,
বিলাসিতা নয়।
উপেক্ষিত প্রেম স্বার্থ খোজে,
ভালোবাসা নয়। [বিস্তারিত] -
তোমার হাসি আমার মুখে,
মনের কথা চোখে।
যত ব্যথা বুকের মাঝে,
আনন্দ অশ্রুজলে। [বিস্তারিত] -
আমার বুবু দুন্দি,
কটরমটর তার সঙ্গী।
কথা কয় নেচে নেচে,
গ্রামটি পায়ে ছেচে। [বিস্তারিত] -
নিঝুম রাতে দূর গগনে চাঁদ উঠেছে আজ,
কিঞ্চিৎ ভাসে মেঘের ভেলা তারা দিয়েছে সাজ।
চন্দ্রের কিরন আমার নয়ন হারিয়ে গেছে লাজ,
কোথায় যামিনী মিলিয়ে গেছে ছড়িয়ে পড়েছে তাজ। [বিস্তারিত] -
মা-বাবার আদর-স্নেহে গড়া মোরা তিনটি ভাই-বোন,
কত মায়া মমতায় মোদের করেছেন লালন-পালন।
যোগাতে মুখে অন্ন মোদের কত লাঞ্ছনা করেছেন বরন,
পানির দামে রক্ত বিকিয়ে করেছেন প্রানের সঞ্চালন। [বিস্তারিত] -
আমি মানুষ বলি কারে?
জন্মিলো যে মানব সন্তান মানবেরই ঘরে,
নাকি উচ্চ বংশ, বিত্ত-চিত্ত, যশ-খ্যাতির ডরে
ঐ বিবেকশূন্য মনুষ্যহীন হাদারামটারে। [বিস্তারিত] -
তোমায় নিয়ে যাব আমি ময়ূরপঙ্খী নায়,
সবুজ ছায়া মায়ায় ঘেরা সূর্যদীঘল গাঁয়।
কি অপরুপ গ্রামখানি মোর সহজ সরল হায়,
নাহি ভেদাভেদ কাহারও সনে নাহি শঙ্কা ভয়। [বিস্তারিত] -
যৌবনের বন্দনা
শরিফুল ইসলাম
শৈশব কৈশর পেরিয়ে করি যৌবনের বন্দনা,
প্রস্ফুটিত এক ফুলের কলি, ঠিক যেন সে অনন্ত যৌবনা। [বিস্তারিত]
- ১
- ২