www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দিন

"জয় বাংলা" সারাবিশ্ব কাঁপানো এক ঝাঁঝালো স্লোগান ৷ ১৯৭১ সালে এ স্লোগান বাঙালি জাতির হৃদয়ে শিহরণ জাগিয়েছিল ৷ বীর বাঙালির রক্তে কাপন ধরিয়ে দিত 'জয় বাংলা' স্লোগান ৷ 'জয় বাংলা,জয় বঙ্গবন্ধু' স্লোগান মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম প্রকাশের প্রতীক ৷ ৭১-রে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের মাথিয় বন্ধুক ঠেকিয়ে বলতো-বল,'পাকিস্তান জিন্দাবাদ' ৷ এরকম মৃত্যুর মুখে দাড়িয়ে মুক্তিযোদ্ধারা বলেছিলেন, 'জয় বাংলা,জয় বঙ্গবন্ধু' ৷ শুধুমাত্র 'জয় বাংলা,জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ার কারনে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের তাজাপ্রান বিসর্জন দিতে হয়েছিল ৷ এ স্লোগানকে কোনভাবে কোনো একটি দলের স্লোগান হতে পারে না ৷ এটি ১৭ কোটি জনতার স্লোগান ৷ সাংবিধানিকভাবে এ স্লোগানকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দিতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ মানবতাবাদী দল (বিএইচপি) ৷
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৮৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast