তুমিই আমার শেষ ঠিকানা
তুমি কি জানো, প্রতিটি রাত আমি তোমার নাম জপে কাটাই?
অভিমানী চাঁদের আলো যখন জানালার ফাঁক গলে আসে,
আমি তখন তোমার স্মৃতির মেঘে ভাসতে থাকি।
তুমি কি টের পাও, আমার বুকের গভীরে কতটা ঝড় বয়ে যায়?
আমি জানি, আমার হাতে নেই রুপালি চাঁদ,
আমি তোমার আকাশকে রাঙাতে পারিনি রঙিন স্বপ্নে।
তবু তোমার জন্য প্রতিটি মুহূর্ত আমি নিজেকে পোড়াই,
নিঃশেষ হতে হতে তোমার পথকে আলোকিত করতে চাই।
তুমি ক্লান্ত, তুমি অভিমানী, তুমি চুপচাপ,
তোমার চোখের জলগুলো আমি প্রতিরাতে অনুভব করি।
আমি জানি, তোমার কষ্টের কারণ আমিই,
তবু একটিবার বলো, আমি কি তোমার ভালোবাসার যোগ্য নই?
আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ প্রতিশ্রুতির ভারে আমি বিধ্বস্ত,
তবে আমি তোমাকে ভালোবাসি—এটাই আমার চিরন্তন সত্য।
তুমি যদি একদিন ক্লান্ত হয়ে পড়ো, আমায় ভুলে যেতে চাও,
তবু আমি তোমার অপেক্ষায় থাকবো, একজীবন নয়, শতজীবন!
তুমি আমার নিশ্বাস, আমার শেষ প্রার্থনা,
তুমি আকাশের সেই তারা, যা হারিয়েও পথ দেখায়।
আমি যদি একদিন না থাকি, আমার শূন্য বুকের ভেতর হাত রেখো,
দেখবে, সেখানে এখনো কেবল তোমার নামই লেখা!
অভিমানী চাঁদের আলো যখন জানালার ফাঁক গলে আসে,
আমি তখন তোমার স্মৃতির মেঘে ভাসতে থাকি।
তুমি কি টের পাও, আমার বুকের গভীরে কতটা ঝড় বয়ে যায়?
আমি জানি, আমার হাতে নেই রুপালি চাঁদ,
আমি তোমার আকাশকে রাঙাতে পারিনি রঙিন স্বপ্নে।
তবু তোমার জন্য প্রতিটি মুহূর্ত আমি নিজেকে পোড়াই,
নিঃশেষ হতে হতে তোমার পথকে আলোকিত করতে চাই।
তুমি ক্লান্ত, তুমি অভিমানী, তুমি চুপচাপ,
তোমার চোখের জলগুলো আমি প্রতিরাতে অনুভব করি।
আমি জানি, তোমার কষ্টের কারণ আমিই,
তবু একটিবার বলো, আমি কি তোমার ভালোবাসার যোগ্য নই?
আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ প্রতিশ্রুতির ভারে আমি বিধ্বস্ত,
তবে আমি তোমাকে ভালোবাসি—এটাই আমার চিরন্তন সত্য।
তুমি যদি একদিন ক্লান্ত হয়ে পড়ো, আমায় ভুলে যেতে চাও,
তবু আমি তোমার অপেক্ষায় থাকবো, একজীবন নয়, শতজীবন!
তুমি আমার নিশ্বাস, আমার শেষ প্রার্থনা,
তুমি আকাশের সেই তারা, যা হারিয়েও পথ দেখায়।
আমি যদি একদিন না থাকি, আমার শূন্য বুকের ভেতর হাত রেখো,
দেখবে, সেখানে এখনো কেবল তোমার নামই লেখা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৪/২০২৫সুন্দর
-
আমি-তারেক ০৩/০৪/২০২৫সুন্দর ভাব্না, সুন্দর নামকরন