www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানচিত্রের অভিশাপ

একটি তর্জনীর হুংকারে
সাতকোটি বাঙালীর একসুরে জন্মেছি,
অথচ তোমরা আমায় ক্ষণে ক্ষণে গিলে খাচ্ছো!

আমি রংপুর থেকে
শুংকু মজুমদার তোমাদের অভিশাপ দিচ্ছি,
পাক-হানাদারের বুলেটে
সেই একাত্তরের ৩রা মার্চ
আমি তোমাদের জন্য প্রথম জীবন দিয়েছি।

আমি ৩রা মার্চের ফারুক ইকবাল, মোঃ তছলিম
তোমাদের অভিশপ্ত করছি।

আমি ক্যাপ্টেন সিতারা, তারামন, কাঁকন বিবি
আমরা তোমাদের বাঙালী অস্তিত্বের অধিকার দিতে
বুক পেতে দিয়েছিলাম
অথচ আজ তোমরা আমাদের সেসব ত্যাগ প্রতিনিয়ত ধর্ষণ করছো,
খেলছো রক্তের হলি।

সে বৃটিশ শাসন থেকে একাত্তর পর্যন্ত
তোমাদের মুক্তি দিতে
আমি ৪৬৮২ দিন কারা বন্দি ছিলাম,
বাঙালির ভালবাসায়, বাঙালির আত্মত্যাগের বিনিময়ে
বাঙালী জাতির সৃষ্টিতে
আমি ৭ই মার্চের বর্জ্যকন্ঠের মুজিব হয়ে উঠেছিলাম।
অথচ তোমরা বরাবরের মত বাঙালী দাবিয়ে রাখতে
ষড়যন্ত্রের নীলনকশার হাতিয়ার হয়েছো এক একটা।

আমি একাত্তরের অগনিত শহীদ, আমি বীরাঙ্গনা
আমি বঙ্গবন্ধু, আমি জাতীয় চার নেতা, আমি জিয়া
আমি ছোট্ট শিশু রাসেল, আমি জাহানারা,
তোমাদের অভিশাপ দিচ্ছি
তোমরা অস্তিত্বহীন বিকৃত মস্তিস্কের এক জাতি,
তোমাদের ধ্বংস অনিবার্য।

সহজ-সরল বাঙালির কাঁধে বন্দুক রেখে
একেকটা হয়ে উঠেছো ক্ষমতা লিপ্সু জানোয়ার,
তোমাদের হৃদয়ে দেশপ্রেম নেই, সংস্কৃতি প্রেম নেই
আছে শুধু ধর্মের গোঁড়ামীর দাসত্ব প্রথা।

তোমরা বিলীন হবে, তোমরা বৈশাখ হারাবে
ভাটিয়ালি, রবীন্দ্র সঙ্গীত ধর্মের ফাঁসির দড়িতে ঝুলবে,
কেড়ে নিবে তোমাদের বাঙালীয়ানা
অতঃপর তোমাদের বসবাস হবে নিষিদ্ধ ভূখন্ডে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast