বিদ্রোহী চেতনা
আমি আগুন, আমি ঝড়, আমি ধ্বংসের মন্ত্র,
আমি প্রতিবাদের বজ্রধ্বনি, আমি বিদ্রোহী অন্তর!
আমি শোষিতের কান্না, আমি নিপীড়িতের ক্রন্দন,
আমি বঞ্চিতের রক্তরেখা, আমি শৃঙ্খলভাঙার স্পন্দন!
আমি সেই মাটি, যে মাটিতে রক্তের আঁচড়,
আমি সেই নদী, যে নদীতে বয়ে চলে গর্জনচিহ্নিত স্রোত!
আমি কৃষকের ঘাম, আমি শ্রমিকের হাত,
আমি ইতিহাসের প্রতিধ্বনি, আমি মুক্তির প্রভাত!
আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি মুসলমান,
আমি সেই সত্য, যে সত্যের নেই কোনো বন্ধন!
আমি কালীদাসের কলম, আমি নজরুলের গান,
আমি সুকান্তের স্বপ্ন, আমি স্বাধীনতার প্রাণ!
আমি প্রতিবাদী কণ্ঠস্বর, আমি অন্যায়ের শাস্তি,
আমি চিরকালের বিদ্রোহী, আমি নির্ভীক, আমি চিরবাস্তি!
আমি বিজয়ের সূর্য, আমি শিকল ভাঙার গান,
আমি বায়ান্ন, আমি একাত্তর, আমি বাঙালি, আমি বাংলাদেশ!
আমি প্রতিবাদের বজ্রধ্বনি, আমি বিদ্রোহী অন্তর!
আমি শোষিতের কান্না, আমি নিপীড়িতের ক্রন্দন,
আমি বঞ্চিতের রক্তরেখা, আমি শৃঙ্খলভাঙার স্পন্দন!
আমি সেই মাটি, যে মাটিতে রক্তের আঁচড়,
আমি সেই নদী, যে নদীতে বয়ে চলে গর্জনচিহ্নিত স্রোত!
আমি কৃষকের ঘাম, আমি শ্রমিকের হাত,
আমি ইতিহাসের প্রতিধ্বনি, আমি মুক্তির প্রভাত!
আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি মুসলমান,
আমি সেই সত্য, যে সত্যের নেই কোনো বন্ধন!
আমি কালীদাসের কলম, আমি নজরুলের গান,
আমি সুকান্তের স্বপ্ন, আমি স্বাধীনতার প্রাণ!
আমি প্রতিবাদী কণ্ঠস্বর, আমি অন্যায়ের শাস্তি,
আমি চিরকালের বিদ্রোহী, আমি নির্ভীক, আমি চিরবাস্তি!
আমি বিজয়ের সূর্য, আমি শিকল ভাঙার গান,
আমি বায়ান্ন, আমি একাত্তর, আমি বাঙালি, আমি বাংলাদেশ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৩/২০২৫বেশ সুন্দর
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৩/২০২৫দারুন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৩/২০২৫বেশ
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২৫চমৎকার শব্দ চয়নে অসাধারণ উপস্থাপন প্রিয়