হেমন্তের শরীরে শীতের প্রচ্ছদ
হেমন্তের শরীরে সাঁটা শীতের প্রচ্ছদ
মল্লিকা মালতীর বনে কুয়াশার ব্যস্ততা;
নবান্নের বাঁশিতে বাজে হিমেল হাওয়ার সুর।
নতুন ধানের কাব্য বুনতে গিয়ে কনকনে শীতে
কেঁপে উঠে শব্দের চাষী,
হেমন্তের স্মৃতি হাতড়ে
ভরে তুলে কবিতার গোলা।
মল্লিকা মালতীর বনে কুয়াশার ব্যস্ততা;
নবান্নের বাঁশিতে বাজে হিমেল হাওয়ার সুর।
নতুন ধানের কাব্য বুনতে গিয়ে কনকনে শীতে
কেঁপে উঠে শব্দের চাষী,
হেমন্তের স্মৃতি হাতড়ে
ভরে তুলে কবিতার গোলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/১১/২০১৪অনেক ভাল লিখেছেন । ভাল লাগলো ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/১১/২০১৪প্রথমেই আসরে আপনাকে সুস্বাগতম। আর লেখাটির উপমাগুলো ভালো লেগেছ। যেহেতু নতুন তাই একটি পরামর্শ দিচ্ছি। অন্যদের লেখা বেশি বেশি পড়ুন মন্তব্য করুন। নিজের ভিতর থেকে এমনি ভালো ভালো সব লেখা বেরিয়ে আসবে। সেই অপেক্ষায় থাকলাম।
-
রক্তিম ০৭/১১/২০১৪কবি হেমন্ত এসেছে তোমার মন ক্যামেরায় ধরা পড়েছে। আমি ও দেখে নিলাম সে ছবি। শহরে ছবিটা পাই । ভালো থেকো।