বাংলার অন্যতম কলংকিত অধ্যায়
আমি চিৎকার
করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।
বুকের
ব্যথা বুকেতে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সকল সৈনিকের
জন্য শ্রদ্ধা।
করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।
বুকের
ব্যথা বুকেতে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সকল সৈনিকের
জন্য শ্রদ্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কল্পনা বিলাসী ১৭/১০/২০২০সুন্দর লিখেছেন...
-
জসিম উদ্দিন জয় ১৮/০৭/২০১৬অল্প কথায় অনেক কিছু বুঝিয়েছেন ।
-
তুষার রায় ২৩/০৩/২০১৫বিনম্র শ্রদ্ধা............
-
সাইদুর রহমান ২৭/০২/২০১৫করুণ।
সুন্দর লিখেছেন।
শুভ কামনা। -
স্বপ্নীল মিহান ২৫/০২/২০১৫ভারাক্রান্ত মন নিয়ে শহীদদের স্মরণ করছি।
-
আনন্দ মোহন বিশ্বাস ২৫/০২/২০১৫ভাল লেখা !!
-
সবুজ আহমেদ কক্স ২৫/০২/২০১৫করুন..............................।
-
জাফর পাঠান ২৫/০২/২০১৫বাংলাদেশের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে এই বিডিয়ার ট্র্যাজেডির মাধ্যমে । আল্লাহ কবে পুষাবে এই শহীদদের ফরিয়াদ, কে জানে। হে আল্লাহ এই হতভাগ্যদের তুমি শহীদী মর্যাদা দাও । আমীন । লেখক বা পোষ্টকারি ইমাম ভাইকে সালাম ও শ্রদ্ধা জানাই ।
-
মোঃ সাইফুল ইসলাম ২৫/০২/২০১৫মর্মান্তিক!