www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবেগ-৩

আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো।
কিছু সুর কিছু গান মনে পড়ে গেলো............
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কল্পনা বিলাসী ১৬/১০/২০২০
    স্মৃতি... শুধুই স্মৃতি।
  • রক্তিম ১৮/০২/২০১৫
    মনে পড়ে সেই ফেলে আসা দিন। যেদিন গুলোতে উপছে প ড় ত খুশি ঝ র না র মত কল কল কলরবে।
  • হাসান কামরুল ১২/০২/২০১৫
    "আর কিছুদিন যাক।
    তারপর আমি.........
    বলবো? না থাক।"
  • আনন্দ রাজবংশী ১০/০২/২০১৫
    বুঝলাম না
  • গানের নামটা বললে জেনে ফেলতাম পুরো ব্যাপারটা হাহাহা
  • ফিরোজ মানিক ০৯/০২/২০১৫
    মাঝে বুঝি অনেক দিন দেখা হয়নি?
  • নাবিক ০৯/০২/২০১৫
    ;-) :-) :-D
    • ভাইয়া শুভ সকাল। শুধু পিকচার? কিছু তো বলেন।
      • নাবিক ০৯/০২/২০১৫
        শুভ সকাল। দেখা হওয়ার পর শুধু কিছু সুর আর গান মনে পড়লেই চলবেনা ভাই,আরও কিছু করতে হবে। তার সাথে একটু সুন্দর করে কথা বলা। চোখে চোখ রাখা,মিষ্টি করে হাসা। তার পাশে বসা,একটু ছুঁয়ে দেওয়া ইত্যাদি। তবেইনা কাজ হবে... :-D :-D
  • জাহিদুর রহমান ০৮/০২/২০১৫
    Purota bolla valo lagto
  • ফাহমিদা ফাম্মী ০৮/০২/২০১৫
    তারপর কি হল ?
  • তারপর??
  • সবুজ আহমেদ কক্স ০৮/০২/২০১৫
    প্রিয়তে রাখলাম বস ...............।
  • সবুজ আহমেদ কক্স ০৮/০২/২০১৫
    darun @@@@
  • সজিব ০৮/০২/২০১৫
    কোন পথে ভাই ।
 
Quantcast