আই ফোন
অবশেষে প্রত্যাশা পূরন হলো। অনেক সাধের আই ফোন শেষ পর্যন্ত নিয়েই নিলাম।
এখন অপারেটিং নিয়ে অনেক বিপদে আছি।
প্রথমে তো এপল আইডি নিয়েই অনেক ঝামেলায় ছিলাম। পুরো এক রাত আর একদিনের চেষ্টায় সেটা হয়েছে।
এখন আছি আইটিউনস এর জালায়। অনেক কিছুই পারছি।
আবার অনেক কিছুই পারছি না।
এখন অপারেটিং নিয়ে অনেক বিপদে আছি।
প্রথমে তো এপল আইডি নিয়েই অনেক ঝামেলায় ছিলাম। পুরো এক রাত আর একদিনের চেষ্টায় সেটা হয়েছে।
এখন আছি আইটিউনস এর জালায়। অনেক কিছুই পারছি।
আবার অনেক কিছুই পারছি না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৪/২০১৮Very good! Thank you.
-
আবু সাহেদ সরকার ১৬/০১/২০১৫দারুন।
-
শিমুল শুভ্র ১৪/০১/২০১৫আই ফোন কিনতে গিয়ে স্যমসং এস ৪ কিনে আনলাম।
-
তুহিনা সীমা ১৪/০১/২০১৫ভালো থাকুক আপনার আই ফোন...................
-
অগ্নিপক্ষ ১৩/০১/২০১৫আয়ফোন সব সময় দু' বছর পরে কিনতে হয়। 2010 সালে চল্লিশ হাজার দাম ছিল। 2012 সালে দশ হাজারে ব্র্যান্ড নিউ আয়ফোন কিনি স্টক ক্লিয়ারেন্সে।
আবার সামনের বছর আয়ফোন 5C কিনবো জলের দরে। খ্যাক খ্যাক খ্যাক!