www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আই ফোন

অবশেষে প্রত্যাশা পূরন হলো। অনেক সাধের আই ফোন শেষ পর্যন্ত নিয়েই নিলাম।
এখন অপারেটিং নিয়ে অনেক বিপদে আছি।
প্রথমে তো এপল আইডি নিয়েই অনেক ঝামেলায় ছিলাম। পুরো এক রাত আর একদিনের চেষ্টায় সেটা হয়েছে।
এখন আছি আইটিউনস এর জালায়। অনেক কিছুই পারছি।
আবার অনেক কিছুই পারছি না।
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ১৫৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Very good! Thank you.
  • আবু সাহেদ সরকার ১৬/০১/২০১৫
    দারুন।
  • শিমুল শুভ্র ১৪/০১/২০১৫
    আই ফোন কিনতে গিয়ে স্যমসং এস ৪ কিনে আনলাম।
  • তুহিনা সীমা ১৪/০১/২০১৫
    ভালো থাকুক আপনার আই ফোন...................
  • অগ্নিপক্ষ ১৩/০১/২০১৫
    আয়ফোন সব সময় দু' বছর পরে কিনতে হয়। 2010 সালে চল্লিশ হাজার দাম ছিল। 2012 সালে দশ হাজারে ব্র্যান্ড নিউ আয়ফোন কিনি স্টক ক্লিয়ারেন্সে।
    আবার সামনের বছর আয়ফোন 5C কিনবো জলের দরে। খ্যাক খ্যাক খ্যাক!

    • শুনেন ভাই বউ আর ইলেকট্রনিক্স ডিভাইস যত ভালোটাই বা দামীটাই কিনেন কয়দিন পরে মনে হবে আরেকটু পরে নিলে মনে হয় বেশী ভালো হত। ধন্যবাদ আপনার তথ্যের জন্য। ভালো থাকবেন।
 
Quantcast