www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ম্যান্ডেলার ১০টি অমর বাণী



১. ‘শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সব সময় অসম্ভব মনে হয়’

২. ‘সুউচ্চ পাহাড়ে ওঠার পরই কেউ আবিষ্কার করে, এ রকম আরো অনেক পাহাড় রয়েছে, যাতে আরোহণ করা যায়’

৩. ‘পতনের ভয়ে থাকার চেয়ে মিথ্যার মধ্যে থাকা বেশি গৌরবের মনে হয় কিন্তু উত্থানের সময় আমরা বারবার পড়ে যাই’

৪. ‘শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করতে চাইলে শত্রুর সঙ্গে কাজ করতে হবে’

৫. ‘শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা বিশ্বটাকে বদলে দিতে ব্যবহার করা যায়’

৬. ‘যখন একজন মানুষ তার বিশ্বাসমতো জীবনযাপন থেকে প্রত্যাখ্যাত হয়, তখন আইন অমান্য করা ছাড়া তার কোনো পথ থাকে না’

৭. ‘একটি চিন্তাশীল মাথা ও একটি ভালো হৃদয়ের দারুণ সমন্বয় হতে পারেকিন্তু সেই সঙ্গে যখন একটি শিক্ষিত কণ্ঠ বা কলম যোগ করা হয় তখন তা হয় অসাধারণ সমন্বয়’

৮. ‘পেছন থেকে নেতৃত্ব দাও এবং অন্যদের ভাবতে দাও- তারা সামনে আছে’

৯. ‘সফলতা দিয়ে আমাকে বিচার কোরো নাআমি কতবার পরাস্ত হয়েছি এবং কতবার আবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার কোরো’

১০. ‘আমিই আমার হৃদয়ের রাজধানী’ !
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ১৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল লাগল।
  • মহামূল্যবান বাণী ।
  • জে এস সাব্বির ২১/০৬/২০১৫
    মহামূল্যবান কালেকশন ।ধন্যবাদ আপনাকে
  • তুষার রায় ২৩/০৩/২০১৫
    অনুপ্রেরণা জাগিয়ে তুলবে প্রাণে............
  • হাসান ইমতি ২৫/০১/২০১৫
    ভালো লাগলো ...
  • সুজন ১৭/০১/২০১৫
    অসাধারণ
  • ফাহমিদা ফাম্মী ১৭/০১/২০১৫
    ভালো লাগলো ।
  • সাইদুর রহমান ১৩/০১/২০১৫
    দারুণ বাণীগুলো।
    খুবই মূল্যবান।
    শুভেচ্ছা জানবেন।
  • ইমন শরীফ ০৮/০১/২০১৫
    জিবনের পাথেয়
  • রক্তিম ০৮/০১/২০১৫
    দারুন দারুন ওনার বাক্য বাণী । পরলাম আর অনুভাব করলাম । আমরা কত কম জানি । জানার জন্য পড়তে হ্য় । তুমি জানালে তাই জানলাম । এই আদান প্রদান যেন চলতে থাকে নিরন্তর।
  • মলয় চক্রবর্তী ০৮/০১/২০১৫
    অসাধারন।
  • তুহিনা সীমা ০৮/০১/২০১৫
    নেলসন ম্যান্ডেলা এ গ্রেট ম্যান। অনেক গুলো সুন্দর কথা একসাথে অনেক ভালো লাগলো।
 
Quantcast