জ্ঞানের কথা২
১. মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেওনা কারন বন্ধুত্ব স্থাপনাই অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম।
২. মানুষের সাথে সেরুপ আচরন করো যেমনটি তারা পছন্দ করে, নিজের পছন্দ মাফিক নয় যদি তুমি তাদের পছন্দের হতে চাও।
৩. কোনো কিছু প্রদান কিংবা গ্রহনে কখনোই সীমা অতিক্রম করো না।
৪. আহাম্মকের সাথে তর্কে জড়িও না কারন মানুষ হয়তো দুজনের মধ্যে পার্থক্য করতে ভূল করবে।
৫. তোমার পিঠে ততক্ষন পর্যন্ত না কেউ উঠতে পারবে যতক্ষন পর্যন্ত না তুমি পিঠ নিচু করবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ১৮/০১/২০১৫বণী চিরন্তন।
-
এম এস সজীব ১৫/০১/২০১৫সব সময় এমন চাই
-
অ ০৭/০১/২০১৫ভালো লাগল ।
চালিয়ে যান । -
সুলতান মাহমুদ ০৭/০১/২০১৫all time genius.
-
উদ্বাস্তু নিশাচর ০৭/০১/২০১৫এগুলো মেনে চলার চেষ্টা করি নিজের চরিত্রের সাথে বিদ্রোহ করে কিন্তু পরে দেখি কি মানুষের পিছে পড়ে গেছি।
লোকে ব্যাকডেটেড ক্ষেত বলে গাল দেয় -
তুহিনা সীমা ০৭/০১/২০১৫জ্ঞানের কথার ধারাবাহিক চলছে। ভালো । চালিয়ে যান। শুভ কামনা রইলো।