হরতাল
হরতাল আসলে কী? এটা বুঝতে না পেরে আমার প্রবাসী কাজিন
প্রশ্ন করল—
আচ্ছা, হরতাল কী?
হরতালের দিন দুই পক্ষের মধ্যে মারামারি হয়, ভাঙচুর হয়।
ও, বুঝেছি। তোমাদের দেশে রেসলিংকে হরতাল বলে?
হুম্! তবে আমাদের দেশেরটা আরও বেশি মারাত্মক, বাস্তব এবং তা দেশের প্রায় সব টেলিভিশনেই সম্প্রচারিত হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৬/০১/২০১৫বাহ বেশ ।
-
পরিতোষ ভৌমিক ০৮/০১/২০১৫এটা নযাকামি.....................
-
এমএসবি নাজনীন লাকী ৩১/১২/২০১৪হরতাল!!
-
আসাদুজ্জামান নূর ২৯/১২/২০১৪ঠিক বলছেন
-
সুদীপ্তবিশ্বাস ২৯/১২/২০১৪বেশ।।
-
শিমুল শুভ্র ২৮/১২/২০১৪হা হা হা হা
দারুণ -
সাইদুর রহমান ২৮/১২/২০১৪ভালো লাগলো পোষ্টটি।
ভালো থাকবেন। -
তুহিনা সীমা ২৮/১২/২০১৪দেশের বর্তমান সবচেয়ে আলোচিত বিষয় হরতাল। সেই বিষয়টি নিয়ে লেখা জােকস ভালো লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/১২/২০১৪সত্যিই তাই
-
সায়েম খান ২৭/১২/২০১৪আপনার কাজিনকে এর সম্পর্কে সঠিক ধারণা দেয়া উচিৎ ছিলো।
-
অনিরুদ্ধ বুলবুল ২৭/১২/২০১৪ভাল, নতুন ধরনের 'রেসলিং' সম্পর্কে 'কাজিন'এর জ্ঞান বাড়ল। ভাল লাগল। ধন্যবাদ।