আবেগ-২
হারিয়ে যেতে চাই।
দুর বহুদুরে............
যেখানে থাকবে না কোন পরিচিত মুখ
থাকবে না অপরিচিত বাধা।
শুধু মুক্তমনা আমি
আর আমার বাধন হারা স্বপ্ন গুলো..............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৮/১২/২০১৪থেকো
-
নাজমুল আহসান ২৮/১২/২০১৪যেখানো আমি নেই সেখানে তুমি থেকা
সোনালি দরজায় ডেকে রেখো সবুজ জানালায় -
সায়েম খান ২৪/১২/২০১৪হারিয়ে যান ঘুমের জগতে,যেখানে থাকবেন আপনি আর আপনার স্বপ্নগুলো।
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১২/২০১৪কিঁ ব্যাপার কবি?
আপনার পোস্ট "লোভে পাপ, পাপে মৃত্যু" তে মন্তব্য লিখছিলাম - "যথার্থ উপকারী বন্ধু বটে
অর্থলিপ্সু প্রেমিকা উপহার দিয়ে এক বন্ধু অপর বন্ধুর বেশ উপকার করেছে দেখছি। দু'দিন পর বুঝবে নে ঠ্যালা!" পোস্ট করার পর দেখছি ব্যান দেখাচ্ছে?
এখন দেখছি পাতায়ই নেই! ব্যপারটা কি বলুন তো? -
স্বপন শর্মা ১৯/১২/২০১৪এমন হলে কেমন হতো....
-
এমএসবি নাজনীন লাকী ১৮/১২/২০১৪সত্যিই যদি এমন হত.!!!
-
রক্তিম ১৭/১২/২০১৪স্বপ্ন ছাড়া মানুষ বাঁচেনা। আমিও না তুমিও না । স্বপ্ন দেখার প্রাঙ্গনে আমার সাথে তোমার হবে দেখা । আমায় চিনতে ভুল করনা ।
-
সাইদুর রহমান ১৬/১২/২০১৪খুব সুন্দর।
বিজয় দিবসের শুভেচ্ছা। -
তুহিনা সীমা ১৫/১২/২০১৪এমন দেশটি কোথাও খুজে পাবে না কো তুমি...............
হারিয়ে যাওয়ার মজাই আলাদা......................