আমি বাচঁতে চাই
কনফিউশন।
শুধু কনফিউশন।
কি করবো বা কি করছি।
কোনো কিছুতেই যেন মন নেই।
কখনো হয়তো কাছের কাউকেই সহ্য হয় না।
কখনো হয়তো কাছের কেউ আমাকে বুঝতে পারে না।
একটা উঠা নামার মধ্য দিয়ে যাচ্ছে জীবন আর জীবনের স্পন্দন।
মনে হচ্ছে খুব শিগগিরই থেমে যাবো বা কিছু একটা আমাকে থামিয়ে দিবে।
কিন্তু আমি মুক্তি চাই। চাই একটু চিন্তা মুক্ত বাতাস।
প্লিজ আমাকে বাচঁতে দাও, প্লিজ বাচঁতে দাও
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৬/০২/২০১৫
-
ঐশ্বরিক হিমা ৩১/০১/২০১৫কেঁউ কোন কিছু কখোনোই দিবে না সেটা আদাই করে নিতে হবে। কেউ বাঁচতে দিবে না যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে তোমাকে।
-
স্বপ্নীল মিহান ২১/১২/২০১৪আকুতিটাকে আবেগ বলা চলা .........
-
সায়েম খান ১৭/১২/২০১৪আপনি কি প্রেমে পড়েছেন নাকি? প্রেমে পড়লে এমনটা হয়।
-
শিমুল শুভ্র ১৩/১২/২০১৪সব কনফিউশান দূরে ফেলে দাও ।
কবিতা এবং পিচার বেশ ভালো লাগলো । -
সাইদুর রহমান ১৩/১২/২০১৪দারুণ লেগেছে।
অনেক শুভেচ্ছা। -
তুহিনা সীমা ১৩/১২/২০১৪ভেবো না এত বেশী ভেবে ভেবে কি হবে? মিছা মিছি ভেবে কি পেয়েছে কে কবে?
আপনার জন্য একটা কথাই বলবো। আধারের পরে আলো আসবেই। শুভ কামনা রইলো আপনার জন্য। -
এমএসবি নাজনীন লাকী ১২/১২/২০১৪মানব জীবন সত্যিই confusion ময়। আর এই confusion কে কাটিয়ে এগোনো ই মানুষের কাজ।
-
আবিদ আল আহসান ১২/১২/২০১৪হা হা
-
আবু সাহেদ সরকার ১১/১২/২০১৪বিয়ে না করলে বিয়ে করুন, সব ঝামেলা শেষ।
আশাকরি বুঝতে পেরেছেন। -
মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪নো কনফিউশন।
সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন। -
অ ১১/১২/২০১৪সব কনফিউশন ঝেড়ে ফেলুন । জীবন সহজ হয়ে যাবে ।
সব ঠিক হয়ে যাবে__