হাসতে হাসতে জানুন
আপনার কাছে অনুরোধ, কখনোই প্রেমিকের দিকে পানির গ্লাস ছুড়ে আঘাত করবেন না। ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করুন। কিছুই ভাঙবে না।
ফেসবুক বড়ই অদ্ভুত। সেখানে আপনাকে যে কেউ ব্লক করে দিতে পারে। কিন্তু আপনি লগ আউট করে ঠিকই সেই মানুষটির প্রোফাইল দেখতে পারেন!
স্ত্রীকে ভালোবাসুন। হ্যাঁ, আপনার স্ত্রীর কথাই বলা হচ্ছে এখানে।
মার্কিন পররাষ্ট্রনীতি: পৃথিবীর কোথাও যদি তেল পাওয়া যায়, তাহলে সেখানেই গণতন্ত্র আর শান্তি প্রয়োজন।
ইউরোপের জন্য ইতালি ততটাই গুরুত্বপূর্ণ, যতটা মানুষের জন্য প্রয়োজন জুতা।
ভালো বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা কী?
: দ্রুতগতির ওয়াই–ফাই হটস্পট।
প্রাণ খুলে হাসুন। শব্দ করে অন্যকে বিব্রত করবেন না।
পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটিকে দেখতে চান? আপনার বসকে দেখুন!
মৃত্যু একটি বংশানুক্রমিক রোগ।
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৬/১২/২০১৪হা হা হা, Sorry! শব্দ করে হাসার জন্য।
-
তুহিনা সীমা ০৭/১২/২০১৪শেষের কথাটি কি ঠিক হলো? মৃত্যুকি আসলে রোগ নাকি বিধির একক অনন্য নিয়ম?
হ্যা হাসতে হাসতে জানলাম। তবে প্রাণ খুলে শব্দ করে অন্যকে বিব্রত করে নয়। -
অগ্নিপক্ষ ০২/১২/২০১৪ভেরি গুড!
কিন্তু ট্যাগটা তথ্যপ্রযুক্তির বদলে অন্যান্য হলে ঠিক হতো। -
আসাদুজ্জামান নূর ০১/১২/২০১৪হা হা হা মজা পাইলাম
-
অনিরুদ্ধ বুলবুল ০১/১২/২০১৪সবচে' ভাল লেগেছে -
Lough is cheaper than medicine.
প্রথমটা কিন্তু মোটেই ভাল হয় নি।
শুভেচ্ছা রইল। -
অ ০১/১২/২০১৪মজার তথ্য ।
-
রক্তিম ০১/১২/২০১৪হাসির জন্য ট্যাক্স দিতে হবেনা না ? যদি ট্যাক্স দিতে হ্য় তাহলে ? যাক ভালো । আসে পাশে কোনো কর গ্রহীতা নাই সুতরাং প্রাণ খুলে হেসে নিলাম ।
-
শম্পা ০১/১২/২০১৪জানতে জানতে হাসলাম। ভাল থাকবেন।