স্বপ্নময় একটি রাত
রাত শোনো ওগো চাঁদ শোনো
আমি জেগে আছি,
তারা শোনো ওগো জোনাক শোনো
আমি জেগে আছি,
আমি জেগে আছি, আমি জেগে আছি,
কেনাে জেগে আছি আমি, কেনাে জেগে আছি
নয়তো কোনো দুঃখে নয়তো কোনো শোকে
আমি জেগে আছি আমার মনের সুখে।
বলেছে প্রেয়সী আমার আমি তোমায় ভালোবাসি
তাইতো আমি জেগে আছি, তাইতো আমি জেগে আছি।
আকাশ শোনো ওগো বাতাস শোনো
আমি ঘুমিয়ে গেছি
ঝিঝি শোনো ওগো শিশির শোনো
আমি ঘুমিয়ে গেছি,
আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি
কেনো ঘুমিয়ে গুছি আমি কেনো ঘুমিয়ে গেছি
নয়তো কোনো ডরে নয়তো কানো ভয়ে
আমি ঘুমিয়ে গেছি আমার প্রেয়সীকে স্বপ্ন দেখবো বলে।
বলেছে প্রিয়া আমার আমি শুধু স্বপ্নে আসি
তাই ঘুমিয়ে গুছি আমি তাই ঘুমিয়ে গেছি।
ভোর শোনো ওগো পাখি শোনো
আমি উঠে গেছি
শীত শোনো ওগো কুয়াশা শোনো
আমি উঠে গেছি
আমি উঠে গেছি, হ্যা আমি উঠে গেছি
কেনো উঠে গেছি আমি, কেনাে উঠে গেছি
নয়তো পড়ার ভয়ে, নয়তো কাজের তরে
আমি উঠে গেছি আমার প্রেয়সীর সাথে দেখা করবো বলে।
বলেছে প্রেয়সী আমার যেনো আজ দেখা করি তার সনে।
রাত থেকে ভাের হয়ে যাও চুপ
জোনাক থেকে তারা হয়ে যাও চুপ
প্রেয়সী যে চলে এসেছে আমার কাছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৬/১২/২০১৪বাহ! বেশ ভাল তো।
-
তুহিনা সীমা ০৭/১২/২০১৪রোমন্টিকতার ছোয়ায় বেশ রোমান্টিক গীতি কবিতাটি অনেক সুন্দর হয়েছে ভালো লাগলো। আর কিছু বলবো না কারন প্রেয়সী চলে এসেছে.............
-
অনিরুদ্ধ বুলবুল ২৮/১১/২০১৪প্রেয়সী যে চলে এসেছে কাছে - চউপ একদম চুপ!
কবিতায় নতুনত্ব আছে বৈকি।
বেশ লাগল কবি।
শুভেচ্ছা - -
অ ২৭/১১/২০১৪হ্যা বেশ ভালো হয়েছে ।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৭/১১/২০১৪ভালো লিখেছেন
-
কৌশিক আজাদ প্রণয় ২৭/১১/২০১৪অসাধারণ। জেগে থাকা , ঘুমিয়ে যাওয়া, আবার জাগ্রত হওয়া সব প্রেয়সির উষ্ণ প্রেমের মৌমাতাল স্পর্শময় উপলব্ধিতে। প্রেয়সীর আগমনে তারাদের, জোনাকিদের , রাত- ভোরদের মৌন থাকার আহ্বানটিও নান্দনিক ছিল। অনেক ত্তৃপ্তি পেলাম কবিতাটি পরে।
"শোকে" বানানটি ঠিক করে নিন কবি। -
মোঃ আবদুল করিম ২৭/১১/২০১৪বাহ ! শেষ পর্যন্ত রাত চাদ আকাশ বাতাস ভোর পাখি ইত্যাদি সবাই শুনেছে প্রেয়সী ও চলে এসেছে ,অসাধারন হয়েছে