জীবন
জীবনের প্রতে্যকটি ক্ষেত্রেই দুটি দরজা থাকে।
একটি খোলো আরেকটি বন্ধ।
কেউ প্রথমেই বন্ধ দরজাটি দেখে হতাশ হয়ে হারিয়ে যায় জীবন দুঃখের অতল গভীরে। জীবন হয়ে যায় নষ্ট জীবন।
আর কেউ বন্ধটি দেখলে ও খোলাটি কে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে হয়তো কষ্ট হয় তবে অধিকাংশ ক্ষেত্রই পাওয়া যায়। আর এর জন্য চাই অদম্য অধ্যবসায়। প্রবল ইচ্ছা আর সৎ মানসিক শক্তি।
"যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাষ হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিযয়ে।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৬/১২/২০১৪ঠিকই বলেছেন, "যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাষ হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিযয়ে।"
-
আসোয়াদ লোদি ১০/১২/২০১৪সুন্দর নীতিকথা । ভাল লাগল খুব ।
-
সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪ভারি ভাল লাগল ভাই...
-
তুহিনা সীমা ০৭/১২/২০১৪জীবন নিয়ে লেখা বাস্তব কথা গুলো বেশ ভালো লাগলো।
বিকজ ফেইলুর ইজ দা পিলার অফ সাকসেস। -
উদ্বাস্তু নিশাচর ২৬/১১/২০১৪বাহ গাণিতিক বিজয়। দারুন হয়েছে।
-
অ ২৬/১১/২০১৪বেশ সুন্দর হয়েছে ।
-
আসাদুজ্জামান নূর ২৫/১১/২০১৪জীবন নিয়ে সাহস পেলাম
-
... ২৫/১১/২০১৪জীবনকে নিয়ে দর্শনের কথা খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
আর জীবন-চক্রটি অনেক সুন্দর করে তুলে ধরেছেন।
ভালো লাগলো।