বন্যেরা বনে সুন্দর
গন্তব্য যার অচীনপুরে
চেনা স্থান কি তার ভালো লাগে
রাজ্য চালিয়ে অভ্যস্ত যিনি
তাকে কি মানায় সংসার ভাগে।।
ফুটবল খেলায় চ্যাম্পিয়ন যিনি
সে কি অত বোঝে লুডু দাবা
বিড়াল যতই ভয়ানক হোক
সে কি পারে দিতে বাঘের থাবা।।
ছবি আকাঁ নেশা যার
তার মন ভরে কি আর উপন্যাসে
সোনার চামুচ মুখে নিয়ে জন্ম যার
সে কি বোঝে কি ব্যাথা সর্বনাশে।।
ক্ষুধার্ত বোঝে ক্ষুধার জ্বালা
মিষ্টি কথায় কি তার মন ভরে
ভদ্রদা প্রকাশ পায় ব্যাবহারে
কতটুকু বারে আর পোশাক পরে।।
শিল্পি বোঝে শিল্পের মর্ম
রাখাল বোঝে গরুর
মরে গেলেও নিজকর্মে বেচে থাকে সবাই
কারন শেষ আছে সব শুরুর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহিনা সীমা ০৭/১২/২০১৪
-
অ ২৪/১১/২০১৪যার কাজ তারেই সাজে
অন্য লোকের লাঠি বাজে । -
Mahfuza Sultana ২৩/১১/২০১৪ভাল লাগলো
-
রেনেসাঁ সাহা ২১/১১/২০১৪খুব সুন্দর তো। দারূণ।
-
একনিষ্ঠ অনুগত ২১/১১/২০১৪বাহ... চমৎকার কথামালা...
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১১/২০১৪বাহঃ বেশ সুন্দর প্রবচনের মালা কবিতার ছন্দে গেঁথে গেলন। ভাল লাগল বেশ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/১১/২০১৪আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন...................
-
মোঃ আবদুল করিম ২০/১১/২০১৪যার যার কাজের ক্ষেত্রটুকুর মর্ম মূল্যায়ন সেই বুঝে খুবই ভালো একটি লেখা ।
সত্যি ই তাই। যার যার কাজ তার তারই করা উচিৎ । তা হলে সবচেয়ে বেটার ফলাফল সম্ভব। ভালো লিখেছেন। ভালো লাগলো।