দিশাহীন
আজ আমি ভাষাহীন
বলতে পারিনা কোনো কথা
আজ আমি নির্বোধ
আমার নেই কোনো ব্যথা।
আজ আমি পথহারা পথিক
ভুল পথে পা বাড়াই
আজ আমি দিশাহীন নাবিক
দিশা খুজেঁ না পাই।
বলতে পারিনা কোনো কথা
আজ আমি নির্বোধ
আমার নেই কোনো ব্যথা।
আজ আমি পথহারা পথিক
ভুল পথে পা বাড়াই
আজ আমি দিশাহীন নাবিক
দিশা খুজেঁ না পাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪
-
ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৪" Always think Positive please"....Life is Beautiful.
-
মোহাম্মদ আবদুল মান্নান ১২/১১/২০১৪কবিতার ভাব ভালো লাগলো
-
মাসুম মুনাওয়ার ১২/১১/২০১৪এই অনুভূতি কেন?
-
পিয়ালী দত্ত ১১/১১/২০১৪ভাল
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪ok
-
অনিরুদ্ধ বুলবুল ১১/১১/২০১৪সুন্দর কবিতা।
সকল নেতিবাচক কথা নিয়ে কবিতা দাঁড় করালেন - বেশ লেগেছে। বানান=ব্যথা, খুঁজে -
মোহাম্মদ তারেক ১১/১১/২০১৪উত্তরন চাই কবি। ভাষাময় করতে হবে জীবন কে।
-
তুহিনা সীমা ১১/১১/২০১৪অল্প কথায় অনেক দিশাহীনতার প্রকাশ। আর পিকচারটি তো আপনার কবিতারই ভাষা ভালো লাগলো। নাইস পয়েম উইথ নাইস পিকচার।
-
মোঃ আবদুল করিম ১১/১১/২০১৪সত্যি কোনো কোনো ক্ষেত্রে এমনই ভাবনা কবিতার ভাষায় অতুলনীয়,ধন্যবাদ কবি বন্ধু ।
-
রক্তিম ১১/১১/২০১৪কেন এমন হ্য়? মাঝে মাঝে আমার ও এমন হ্য় । তবু হাল ছাড়িনি কবি বন্ধু এই অবস্থাটাকে আত্বস্থ করে উঠে দাড়িয়ে আবার চলতে শুরু করি, এটাই তো জীবন । একান্ত আমার কথা বলেছি। দোষ ধরবেনা ।
ভাই এখানে ছবি কিভাবে যোগ করছেন তা নিয়ে একটি পোস্ট দিন।। আমার জানার খুব ইচ্ছা...