চারদিকে দেখি শুধু ভন্ড আর ভন্ডামি
আজ আর আবেগ নেই। আজ আর চোখে জল আসে না। আজ আমার আর দেশ প্রেম নেই॥ আমি আজ কাদঁতে আসিনি। আজ আমি আমার নিজেকে ধিক্কার জানাই। উপহাস করি নিজেকে নিয়ে আমি স্বাধীন বাংলার মানুষ। ধীক্কার আমাকে ধিক্কার আমার স্বাধীনতা কে। যেখানে ক্ষমতা বদলের সাথে সাথে বদলায় মুক্তিযোদ্ধা আর রাজাকারের পরিচয়। যেখানে ৭১ এর লাজ্ছিত পরিবার গুলো আজ একই ভাবে লাজ্ছিত। আজও হায়নারা তান্ডব চালায় এই সবুজ বাংলায়। ৪০ বছরের বেশী সময় পার করে এসে যেখানে আমরা পাই না স্বাধীনতা সেখানে আমার দেশপ্রেম নেই। সবাই আমােক ধীক্কার জানাবেন? জানান ধীক্কার। আমি চাই না ভন্ড দেশ প্রেমিক সেজে মিথ্যে বাহবা পেতে। আমি চাই না নিজের অস্তিত্ব কে নিয়ে প্রতারনা করতে। আমরা কেমন দেশ প্রেমিক জানেন যারা চাই মানুষদের অসহায়ত্ত দেখে পাশে দাড়াতে। বাট আমরা চাই না অসহায় মানুষ গুলো সহায়ত্ত ফিরে পাক। আমরা দুর্বলের পাশে আছি বাট তাকে সবল না করার জন্য যা যা করা লাগে আমরা তা করতে কুন্ঠাবোধ করি না।
হায়রে দেশ প্রেম হায়রে ভন্ডামি।
অবাক বাংলা অবাক করলে তুমি
চারদিকে দেখি শুধু ভন্ড আর ভন্ডামি।
হায়রে দেশ প্রেম হায়রে ভন্ডামি।
অবাক বাংলা অবাক করলে তুমি
চারদিকে দেখি শুধু ভন্ড আর ভন্ডামি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুদীপ্তবিশ্বাস ০৭/১২/২০১৪ঠিক এক্দম ঠিক
-
শাহরিয়ার শুভ ২৮/১১/২০১৪ভন্ড আর ভন্ডামিতেই সবাই মত্ব। নকলের ভিড়ে আসল খোয়া গেছে...
Nice post! -
তুহিনা সীমা ১১/১১/২০১৪কার যেনো একটা কবিতা পরেছিলাম মনে করতে পারছি না। লাইনগুলো ছিলো এরকম-----
কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি। চরম বাস্তব লেখাগুলো ভালো লাগলো। -
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) ০২/১১/২০১৪খুবই বাস্তব।
-
রইসউদ্দিন গায়েন ৩১/১০/২০১৪প্রিয় লেখক সজীব ইমাম,
আপনি ঠিকই বলেছেন, প্রতারণার অভিযোগ তুলেছেন। সবই সত্য। ভন্ড আর ভন্ডামি নতুন কোনও কথা নয়। আপনার প্রতিবাদে আমার সমর্থন রইলো! ভাল থাকুন! -
পার্থ সাহা ৩১/১০/২০১৪sotti
-
একনিষ্ঠ অনুগত ৩১/১০/২০১৪তবুও যে ভালোবাসি......... ভালোবাসি দেশকে...
-
রাশেদ আহমেদ শাওন ৩০/১০/২০১৪ভালো লাগলো
-
অ ৩০/১০/২০১৪বেশ ভালো লিখেছেন ।
-
এম আর মিজান ৩০/১০/২০১৪অভিনন্দন আপনায়। সমসাময়িক পোস্টের জন্য।লিখুন,সাথে আছি
-
উদ্বাস্তু নিশাচর ৩০/১০/২০১৪দেশপ্রেম আর চেতনা এখন পণ্য হয়ে গেছে। এ জাতিকে অনেক ভুগতে হবে অদূর ভবিষ্যতে।
আপনার লেখাটি ভালো লেগেছে -
অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪যেন সু্কান্তে'র সুর বেজে উঠল!
"হায় রে দেশপ্রেম, হায় রে ভন্ডামি
অবাক বাংলা, অবাক করলে তুমি"
ভাল লেগেছে কবি।
আরো লিখুন; তাতে যদি আমাদের ভোতা অনুভূতিতে সামান্য হলেও সুরসূরি জাগে।