www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বামী আর স্ত্রী


স্ত্রী: তুমি কিভাবে আমার প্রশংসা করবে?
স্বামী:"ABCDEFGHIJK."
স্ত্রী: মানে কি?
স্বামী:"Adorable, beautiful, cute, delightful, elegant, fashionable, gorgeous, and hot."
স্ত্রী: সত্যি তোমার ভালোবাসার তুলনা হয় না। কিন্তু IJK দিয়ে ক বলবা?
স্বামী:"I'm just kidding!" তোমার সাখে একটু মজা করছিলাম আর কি?
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৩০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ০১/১২/২০১৪
    বেশ বেশ একটু মজা কেমন করে ছড়িয়ে পড়ে এপার থেকে ওপারে। ভালো ।
    • আমার তো মনে হয় লেখার চেয়ে মন্তব্যটাই বেশী ভালো হয়েছে। অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন
      • রক্তিম ০১/১২/২০১৪
        আপনার এই কথা স্মরণে রাখব ।
        • আমার লেখা স্মরনে মানে আমি স্মরনে। খুব ভালো লাগলো। ভালো থাকা হয় যেনো।
          • রক্তিম ০২/১২/২০১৪
            ভাল আবশ্যই থাকব । আলবাত থাকব । খুনসুটিও ও চলছে চলব... হা হা হা ......।।
            • ভাই বেশী খুনশুটি হলে কিন্তু প্রেম আরো গভীর হয়ে যাবে। হাহাহাহহাহাহা...............
              • রক্তিম ০২/১২/২০১৪
                বাহ বেশ তো । প্রেম আরো গভীর...। আমার কাছে খুব দুর্বোধ্য...।। ভালো হে হে হে
                • দুর্বোধ কেনো..........?
                  • রক্তিম ০২/১২/২০১৪
                    আমি বুজতে পারিনা কোনটা প্রেম কোনটা ভালবাসা। হা হা হা
                    • কেনো সবাই কে একই ভাবে নেন নাকি? তাইলে কিন্তু ঝামেলা আছে.................হাহাহাহহা
                      • রক্তিম ০৩/১২/২০১৪
                        হাসতে হাসতে পৃথিবীর শেষপ্রান্তে এসে গেছি । এবার হয়তো পড়ে যাব...।
                        • পরে গেলে মন্দ হবে কি অন্য একটা জগৎ দেখা যাবে.....তবে সঙ্গে নিয়েন কিন্তু......
                          • রক্তিম ০৩/১২/২০১৪
                            মানতে বাধ্য হলাম তুমি উদার মনের মানুষ । (তুমি ) বলে ফেললাম মনে কিছু করবেনা ।
                            • না না ঠিক আছে ভালোই তো লাগলো। তুমি টাই এক্সপেকটেড ছিলো। আর হ্যা আরেকটু পরিচিত হলে কি খুব বেশি মন্দ হয়। আমি সজীব ইমাম। ছোট খাট একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। থাকি ঢাকা। ইমেইল: [email protected]
                              ভালো থাকবেন।
                              • রক্তিম ০৩/১২/২০১৪
                                স্বাগত সজীব । আমার দুয়ার খোলা । এপারে ওপারে বাধা মানিনা ।
                                • তো কিভাবে পাবো আপনাকে.........?
                                  • রক্তিম ০৩/১২/২০১৪
                                    [email protected] আমি কলকাতা থাকি ।
  • তুহিনা সীমা ১১/১১/২০১৪
    স্বামীটা একটু বদ বাট জ্ঞানী হাহাহাহহ। ইংরেজি বাংলা মিক্সড কৌতুকটি ভালো লাগলো।
  • কেউ আমারে ধইরা লা
  • Asaduzzaman Nur ২১/১০/২০১৪
    Moja pailam
  • পার্থ সাহা ২০/১০/২০১৪
    osadharon
  • একনিষ্ঠ অনুগত ২০/১০/২০১৪
    smile
  • মে বি উই অলসো এডাল্ট। ধন্যবাদ। ভালো থাকবেন।
  • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
    দারুণ কৌতুক তবে একটু 'এ্যডাল্ট', জিনিয়াস তো বটেই! বেশ মাথা খাটাতে হয়েছে। - না হেসে পারলাম না।

    ধন্যবাদ।
 
Quantcast