নিমতলি ট্রাজেডি (গীতি কবিতা)
আজ রুনার পান চিনি কাল বিয়ে
বরের কত স্বপ্ন তার বধু কে নিয়ে
বধুর ও যে বরের চেয়ে কম নয়
কিন্তু মানুষ চাইলেই কি সব হয়?
হয় না হয় না হয় না
মানুষ চিরদিন বেচেঁ রয় না।।
রুনা কাদেঁ আজ জামিল কাদেঁ
এ যে বর কাদেঁ আর বধু কাদেঁ
কিন্তু কান্নাতেই কি সব থেমে রয়?
রয় না রয় না রয় না
মানুষ চিরদিন বেচেঁ রয় না।।
জামিলের মা পুড়ে গেছে, পুড়ে গেছে পুরো পরিবার
রুনার ও যে নিজে ছাড়া আপন রইলো না কেহ আর
মরে গেছে দুজনেরই কাছের সব আতœীয়
এ ঘটনায় রুনা জামিল সহ পুরো দেশ আজ ভীত
কিন্তু ভয় পেলেই কি সব জয় হয়?
হয় না হয় না হয় না
মানুষ চিরদিন বেচেঁ রয় না।।
যে তারিখে পালন করা হবে হ্যাপী ম্যারেজ ডে
তা পরিনত হল আজ প্রিয়জনদের মৃত্যু বার্ষিকীতে
সান্তনা দেব কি বলে শূধু বলবো এটা ভাগ্যের নির্মম পরিহাস
তোমরা সবাই সুখে থাকবে এটাই দেশবাসীর দোয়া ও বিশ্বাষ।
নিমতলি ট্রাজেডির কথা হয়তো আমরা কেউ ভুলিনি। তখনাকার সময় লেখা আমার ছোট্ট এ লেখনী
রচনা কালঃ ০৬.০৬.২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহিনা সীমা ১১/১১/২০১৪বেশ মর্মান্তিক একটি ঘটনা। ভুলেই গিয়েছিলাম প্রায়। আপনার লেখায় পড়ে আবার মনে পড়ল। আর দুচোখ অশ্রুশিক্ত হলো। কেনো এমন হয়?
-
একনিষ্ঠ অনুগত ১৮/১০/২০১৪এমনি ঘটে যায় কত ঘটনা যা ছিল অনাকাঙ্ক্ষিত...।
-
মো: হাবিবুর রহমান বাবলু ১৮/১০/২০১৪ভাল একটি প্রয়াস।
-
আবু সাহেদ সরকার ১৮/১০/২০১৪দারুন লাগলো কবি বন্ধু।
-
মনিরুজ্জামান শুভ্র ১৮/১০/২০১৪অনেক চমৎকার হয়েছে । বানান গুলো একটু দেখে নিলে ভাল হয় বন্ধু ।
বেচেঁ > বেঁচে
বধু > বধূ
কাদাঁ > কাঁদা
হ্যাপী > হ্যাপি
পরিনত > পরিণত
বিশ্বাষ > বিশ্বাস -
পার্থ সাহা ১৮/১০/২০১৪sundor
-
আফরান মোল্লা ১৮/১০/২০১৪পড়ে কষ্ট পেলাম!!আর এটাই কবির সার্থকতার প্রমাণ!!!ভালো থাকুন কবি।