প্রশ্নে স্বাধীনতা
স্বাধীনতা মানে কি ত্রিশ লক্ষ শহীদের প্রান
আর দু লক্ষ মা বোনের ইজ্জত?
স্বাধীনতা মানে কি যুদ্ধে বেচে যাওয়া গাজীর অবহেলার জীবন
আর যুদ্ধে শহীদ হওয়া পরিবারের ছিদ্দত?
স্বাধীনতা মানে কি যুদ্ধ করে কাঙ্খিত মুক্তি পাওয়া
নাকি মুক্ত হয়েও একটু খানি মুক্তি খোজা?
স্বাধীনতা মানে কি বিশ্বের মানচিত্রে সার্বভৌমত্ব চাওয়া
নাকি সার্বভৌমত্ব পেয়েও তাকে মনে করা বোঝা?
স্বাধীনতা মানে কি ক্ষমতাবানদের আরো ক্ষমতাবান হওয়া
আর দূর্বলদের অনাকাঙ্খিত অপার লাঞ্ছনা?
স্বাধীনতা মানে কি স্বাধীনতার অপব্যবহার
আর স্বাধীনতা নামটিকে নিয়ে শুধূই প্রবঞ্চনা?
স্বাধীনতা মানে কি শুধু মুক্তির কবিতা গান
কবিতা আর গানের মাধ্যমে স্বাধীনতা কে সম্মান?
স্বাধীনতা মানে কি স্বাধীনতা দিবসে স্টেজ ভাষন
আর ভাষনে স্বাধীনতা রক্ষার মিথ্যে স্বপথ গ্রহন?
স্বাধীনতা মানে কি অন্যের গোলাম হওয়া
আর গোলাম হয়ে অন্যের আনুগত্য স্বীকার করা?
স্বাধীনতা মানে কি মুক্ত মনে অতিথি পাখি স্বীকার
আর নির্দয়ভাবে সেগুলো কে ভক্ষন করা?
স্বাধীনতা মানে কি জীবদ্দশায় মুক্তিযুদ্ধের খোজ না নেওয়া
আর মৃত্যূর পরে ক্যামেরার সামনে গো জিয়ারত?
স্বাধীনতা মানে কি মৌলিক চাহিদার জন্য চিৎকার
আর চিৎকারে চিৎকারে গড়ে তোলা বৃথা আন্দোলনের পর্বত?
স্বাধীনতা মানে কি আসলেই সবার জানা আছে ?
আর থাকলেও যেনো ভালো ভাবে জেনে নেই নিজের কাছে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ০১/১০/২০১৪আসলে স্বাধীনতার সত্যিকার মানে হয়ত আজো আমরা কেউ বুঝিনা। আর তাই কবি মনে এই প্রশ্নগুলো বিদ্ধ হচ্ছে বারবার। ভাললাগল কবিতা
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০৯/২০১৪চমৎকার ভাবে নিজের ক্ষোভ কে কবির প্রশ্নের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । আসলে আমি নিজেই স্বাধীনতার মানে বুঝিনা ... আসলেই স্বাধীনতা মানে কী? আমাদের দেশে এই স্বাধীনতার মানে বুঝাটা খুবই কঠিন ... আমদের দেশ আসলে চলছে এক অদ্ভুত উটের পিঠে ঠিক যেন শামসুর রাহমানের কবিতার মত " অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ ...।।
-
আর. কে. (র্নিবাক আমি) ৩০/০৯/২০১৪চমৎকার ।।।