ভালো লাগার তুমি
জানি আমি বড় মাপের কোনো কবি নই
যে লিখতে পারে কোনো কবিতা,
তবে খুব ইচ্ছে করে বড় মাপের শিল্পি হই
যে আকতে পারে তোমার সোনা মুখের ছবিটা।।
জানি না আমি ভালো বাসতে পারি কিনা
আছে কিনা আমার মধ্যে কোনো প্রেম,
জানি শুধু নেই কোনো অনুভব তুমি বিনা
আছে তোমায় নিয়ে সাজানো হাজারো স্বপ্নের গেম।।
আমি বলবো না তুমি কতটা অপরুপা
বলবো না তুমি কতটুকা ভালো
শুধু বলবো আমি একজন আলোকিত মানুষ হবো
যার মধ্যে থাকবে তোমার ভালোবাসার আলো।।
আমি জানি আমি নই কোনো ভাবুক
তবু তোমায় নিয়ে ভাবতে ভালোবাসি
আমি জানি আমি নই কোনো গায়ক
তবু সারাক্ষন তোমায় নিয়ে গুন গুন করে গাহী।।
আমি জানি আমি এক আতœভোলা
যে নিজেকেই বারে বারে ভূলে যাই,
তবে ভুল করেও মূহূর্তের জন্যেও
তোমাকে, তোমার স্পর্শ ভূলতে পারি নাই।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪বেশ ভালো লাগল প্রেমময় লেখাটি।
-
আর. কে. (র্নিবাক আমি) ৩০/০৯/২০১৪গভীর ভালবাসার বহিঃপ্রকাশ ।।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৯/২০১৪বেশ ভাল লাগল
-
কৌশিক আজাদ প্রণয় ২৯/০৯/২০১৪আপনার প্রতিটি কবিতার মতো এটাও অসাধারণ। কবির কাছে তার ভালোবাসার মানুষটি কতটা গুরুত্বপূর্ণ, কবির সব সৃষ্টি, সব প্রচেষ্টা, সব ভাবনা তাকে ঘিরে। অভিনন্দন কবি... তবে বানানের প্রতি সচেতন হতে হবে।