বিক্রিয়া (কৌতুক)
শ্রদ্ধেয় মইদুল স্যার,
কেমিষ্ট্রির শিক্ষক,
বইয়ের মত জীবনটাকে ও
কেমিষ্ট্রির বাইরে নেন না।
সব কিছুতেই বিক্রিয়া।
স্যার প্রতিদিন কলেজে যাওয়ার আগে একটি দোকানে বসে গরুর দুধের চা খান. আজও তাই। তবে আজ দুধ এখনো আসে নি। কি আর করা চা তো খেতেই হবে। দুধ ছাড়াই চা খেলেন। চা খাওয়া শেষ আর তখনই দুধ চলে এলো। স্যার খুব হিসেবি মানুুষ চায়ের দাম তো ঠিকই দিয়েছেন আর দুধ খাবেন না তা তো হয় না। তাই স্যার যেই পরিমান দুধ পেতেন সেটা খালি খেয়ে নিলেন। যেই দুধ খেলেন অমনি মাটিতে গড়াগড়ি শুরু হয়ে গেলো। সবাই তো খুব ভয় পেয়ে গিয়েছিলো। সবাই স্যারকে ধরে উঠাতে গেলো তখনই স্যারঃ ভয় পাওয়ার কিছু নেই চা আর দুধটার বিক্রিয়া সম্পন্নে একটু সাহায্য করলাম আরকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ১৩/১০/২০১৭Ha ha hi hi hi hu
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪হা হা...
-
শূন্য ২৮/০৯/২০১৪মজা পাইলাম
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৯/২০১৪ভিন্ন ধারা
-
স্বপন শর্মা ২৮/০৯/২০১৪হা....হা...হা.....ভালোই মজাদার,
-
স্বপ্নীল মিহান ২৮/০৯/২০১৪হাহা গ্রেড মইদুল স্যার
-
অ ২৮/০৯/২০১৪হাহাহাহা ভালো লাগল ।