আমি শিতল আমি মুগ্ধ
আমি শিতল হয়েছি তোমার ভালোবাসায়,
মুগ্ধ তোমার চাহনীতে.
জন্ম আমার স্বার্থক হয়েছে পেয়েছি তোমায়,
যেন সবই পেয়েছি এই ধরনীতে.
আমি সব ভূলেছি, যেন ভূলে যাই শুনে তোমার কথা,
তোমার জন্য শত আঘাতেও পাইনি কোনো ব্যাথা.
তোমায় নিয়ে স্বপ্ন দেখে যা্ই, উড়ি আকাশে,
তুমি আমার ডানা মেলা পরী থাকো স্পর্শহীন বাতাশে.
তুমি আমার স্নীগ্ধ সকাল, স্বপ্নীল সন্ধ্যা
স্বপ্নে ভরা নিশিত রাত্রী,
তোমায় নিয়ে রঙ্গিন ঘুরি উড়াবো,
হবো স্বর্গ সুখের যার্ত্রী.
তুমি আমার রাতের তারা দিনের অন্তিম রবি
তুমি আমার ভালোবাসার কবিতাহীন কবি।।
মুগ্ধ তোমার চাহনীতে.
জন্ম আমার স্বার্থক হয়েছে পেয়েছি তোমায়,
যেন সবই পেয়েছি এই ধরনীতে.
আমি সব ভূলেছি, যেন ভূলে যাই শুনে তোমার কথা,
তোমার জন্য শত আঘাতেও পাইনি কোনো ব্যাথা.
তোমায় নিয়ে স্বপ্ন দেখে যা্ই, উড়ি আকাশে,
তুমি আমার ডানা মেলা পরী থাকো স্পর্শহীন বাতাশে.
তুমি আমার স্নীগ্ধ সকাল, স্বপ্নীল সন্ধ্যা
স্বপ্নে ভরা নিশিত রাত্রী,
তোমায় নিয়ে রঙ্গিন ঘুরি উড়াবো,
হবো স্বর্গ সুখের যার্ত্রী.
তুমি আমার রাতের তারা দিনের অন্তিম রবি
তুমি আমার ভালোবাসার কবিতাহীন কবি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামসুল আলম দোয়েল ২৪/০৯/২০১৪সুন্দর।
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৯/২০১৪অনেক ভালো লাগলো...
-
মনিরুজ্জামান শুভ্র ২৪/০৯/২০১৪জটিল লাগলো ...।।
ভূলে > ভুলে