অহংকারী পুরুষ
ভাবতেই ভালো লাগে আমি একজন পুরুষ,
দেখতে শুনতে সুন্দর মাসআল্লাহ বেশ।
চাইলেই যে কোনো মেয়ের সাথে করতে পারি প্রেম,
বুঝতে পারলেন না এটা পুরুষদের প্রিয় একটা গেম।
চাইলেই যে কোনো মেয়েকে করতে পারি বিয়ে,
সমস্যা নেই সবই করি তাদের পাওনা মোহরানা দিয়ে।
আমরা পুরুষ আছে জৌলুস খোদা দিয়েছেন শক্তি,
থাকবেনা কেনো আমরাইতো মেয়েদের একমাত্র অন্ধের জষ্ঠি।
পুরুষ হয়েছি বেশ করেছি কোন মেয়ের কি?
প্রেমিকাকে দেখলে বউকে মনে হয় টাকার কেনা ঝী।
বুয়া বলি আর ঝী বলি তারা মনে করে না কিছু,
একটু হয়তো মন খারাপ করলেও খানিক পরে নেবে আমার পিছু।
এতগুন আমাদের আমরা পুরুষ আমরাই তাহলে বেশ,
তবুও যেনো কোন পুরুষ ভূলে না যাই সব কিছুরই আছে শেষ।
যেই নারী কে দূর্বল ভেবে আমরা পুরুষরা করি অত্যাচার,
কেন বুঝতে চাইনা সেও হতে পারে স্ত্রী, বোন, মা তোমার অথবা আমার।
তাই বলি ভাই আর কোনো ভূল নয় আর নয় কোনো অন্যায়,
এসো গড়ি সমাজ দেশ জাতি নারী পুরুষ সম্মিলিত ভালোবাসায়।
সাথে একটি জিজ্ঞাসা। আমি তথ্য ও প্রযুক্তি বিভাগে কিছু লেখা দিতে চাচ্ছি। যেখানে আমার কিছু পিকচার দেওয়া খুব জরুরী বাট আমি জানি না কিভাবে পিকচার দিতে হয়। এ ব্যাপারে কউ যদি আমাকে সাহায্য করেন খুব কৃতজ্ঞ থাকবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৩/০৯/২০১৪
-
মল্লিকা রায় ২২/০৯/২০১৪বেশ করেছি আবার কি কথা---শব্দটি পাল্টাবেন।
-
কৌশিক আজাদ প্রণয় ২২/০৯/২০১৪আপনার এই কবিতাটি আগে একবার পড়েছিলাম, ভালো লেগেছে। নারী অধিকারকে তুলে ধরেছেন লেখনীতে প্রতিবাদী সুর তুলে। অভিনন্দন
কিছু দুর্বলতাও রয়েছে।। তার মধ্যে জোর করে অন্ত্যমিল একটি। যেমন 'পুরুষ' এর সাথে 'বেশ'। 'প্রেম' এর সাথে 'গেম' (জোর করে বিদেশি শব্দ) 'শক্তি'র সাথে 'যষ্ঠি' (আপনি জষ্ঠি লিখেছেন) ইত্যাদি...
আশাকরি এগুলো কাটিয়ে উঠবেন... ৬/১০।