আবেগ
আবেগ ইমোশন বা মোহ।কেনো যেনো আমাকে খুব বেশি এলোমেলো করে দিয়েছে।খুব বেশি ছন্ন ছাড়া হয়ে গেছি আমি। নিজের ভেতর আর নিজেকে আগের মত খুজে পাই না। একটু বেশি অমনোযোগী মনে হচ্ছে সব কিছুতে আবার কখনো কখনাে যেনো একটু বেশি মনযোগ দিয়ে ফেলছি যা প্রয়োজন নেই। শুনেছি প্রেমে পড়লে নাকি এমনটা হয়। তবে কি আমার তাই হলো। সে রকম কিছু তো ফিল করতে পারছিনা। তবে কি, কি হলো আমার?
কথাগুলো আমার এক বন্ধু সকালে আমাকে ফোনে বলিছেলো। আমি শুধু শুনেছি আর ভেবেছি প্রেম একবার ই এসেছিলো নিরবে।....................
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসুম মুনাওয়ার ২৬/০৯/২০১৪এটা গল্প হয় কেমনে?
-
একনিষ্ঠ অনুগত ২২/০৯/২০১৪কিন্তু মনে হচ্ছে নিরবে ফিরে যায়নি... হা হা।।
-
মনিরুজ্জামান শুভ্র ২২/০৯/২০১৪প্রেম একবারই আসে নিরবে বন্ধু... ।
কেনো > কেন
যেনো > যেন
খুজে > খুঁজে -
আবু সাহেদ সরকার ২১/০৯/২০১৪সুন্দর একটি প্রকাশ।
-
স্বপন রোজারিও(১) ২১/০৯/২০১৪প্রেম এসেছে নিরবে। তাই এমন আবেগ। তবে আবেগের বশে কিছু না করে ভেবে চিন্তে করা দরকার। তবেই জীবন সুন্দর হবে।