www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইনপুট ডিভাইস কী বোর্ড


Key board, Computer  এর একটি Input Device. Key Board  ছাড়া Computer এ কাজ করা খুবই কঠিন। কারণ Input Device  এর মাধ্যমে কম্পিউটারে তথ্য ও নির্দেশ দেয়া হয়, সে সকল Input Device  এর অন্যতম একটি মাধ্যম হচ্ছে কী-বোর্ড এর সাহায্যে টাইপ করা যায় এবং কম্পিউটারকে তথ্য ও নির্দেশ দেয়া যায়। অনেক পৃথক কী সম্বলিত এই ডিভাইসটির দ্বারা কম্পিউটার পরিচালনা করা এবং প্রচলিত ভাষার বর্ণ সমূহ কম্পিউটারে ইনপুট হিসাবে ব্যবহার করা হয়। সাধারণত একটি আদর্শ কী-বোর্ডে ১০১ টি (কী) থাকে। তবে কোন কোন কী-বোর্ডে আরো বেশি (কী)  থাকে। বিশেষ করে বর্তমান মাল্টিমিডিয়া কী-বোর্ডে আগের চেয়ে বেশি কী ব্যবহত হয়ে থাকে।
Key board  এর প্রত্যকটি কী আসলে একটি বৈদ্যুতিক সুইচ। এজন্যই যে কী-বোর্ডের কোন কী তে চাপ পরলে এসকোডার বর্ণের ASCII কোডে ডিজিটাল বৈদ্যুতিক সংকেত উৎপন্ন হয়। এর ফলে একটি ইনপুট রেজিষ্টারে সে বর্ণের কোড লেখা হয়। সে লেখাটি প্রসেসর রেজিষ্টারে চলে যায় এবং সমস্ত পক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয়। যার ফলে Key board  এর কোন কী তে চাপ দেয়ার সঙ্গে সঙ্গেই সে বর্ণ বা চিহ্নটি Output Device  মনিটরের পর্দায় দেখা যায়।
কম্পিউটারের কী-বোর্ডে লেখা-লেখির কাজে ব্যবহত বর্ণমালার বর্ণ ও চিহ্নাদি ছাড়াও কিছু অতিরিক্ত কী থাকে। অর্থাত কজের ধরন অনুযাযি এ সমস্ত কী গুলোকে কযেকটি শ্রেণিতে বিভক্ত। যেমন- Ctrl-Alt-Fn-Shift-Tab-Option-Command-Arrow চিহ্নিত কী গুলো কাজের বিভিন্ন পক্রিয়া নিয়ন্ত্রণ এবং অন্যান্য বোতামের সমন্বয়ে নির্দেশ প্রদানের জন্য ব্যবহার করা হয়। এজন্য এ কী গুলো নিয়ন্ত্রণ কী হিসাবে পরিচিত।
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ১৬৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast