অন্তরালে ভন্ড
নিজেকে যাহা ভাবী আমি ,
তাহা আমি নই।
তবে চেষ্টা থাকা উচিৎ,
কম হলেও যেনো এতটুকু হই।।
রাজ্য জয় করা রাজার কাজ,
নিজের কাজ নিজেকে ঠিক রাখা।
মিছে গভীর জলে সাতার কাটা থাক,
থাকনা মিছে ভন্ড সাজা।।
কান্না পেলে চোখে আসবে জল ,
সুখে মুখে অফুরন্ত হাসি।
নিজের ঢোল নিজে না পিটাই,
বিখ্যাত হলে জানবে লোক রাশি রাশি।।
কবি হলে কবিতা লিখবে
জুয়ারি হলে খেলবে জুয়া।
খ্যাতি থাকলে বিখ্যাত হবে,
গলযোগে হয়ে যাবে ভূয়া।।
পাওয়া না পাওয়ার হিসেবটা,
এবার না হয় থাক।
পাওয়া নিয়ে সুখে থাকি,
দুঃখ নিপাত যাক।।
আমার এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিলো এখানে
http://www.bangla-kobita.com/ihsajib/post20140914092340/
পারলে ঘুরে আসবেন একবার।
তাহা আমি নই।
তবে চেষ্টা থাকা উচিৎ,
কম হলেও যেনো এতটুকু হই।।
রাজ্য জয় করা রাজার কাজ,
নিজের কাজ নিজেকে ঠিক রাখা।
মিছে গভীর জলে সাতার কাটা থাক,
থাকনা মিছে ভন্ড সাজা।।
কান্না পেলে চোখে আসবে জল ,
সুখে মুখে অফুরন্ত হাসি।
নিজের ঢোল নিজে না পিটাই,
বিখ্যাত হলে জানবে লোক রাশি রাশি।।
কবি হলে কবিতা লিখবে
জুয়ারি হলে খেলবে জুয়া।
খ্যাতি থাকলে বিখ্যাত হবে,
গলযোগে হয়ে যাবে ভূয়া।।
পাওয়া না পাওয়ার হিসেবটা,
এবার না হয় থাক।
পাওয়া নিয়ে সুখে থাকি,
দুঃখ নিপাত যাক।।
আমার এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিলো এখানে
http://www.bangla-kobita.com/ihsajib/post20140914092340/
পারলে ঘুরে আসবেন একবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহিনা সীমা ১৪/০১/২০১৫ইয়েস। ভন্ডরা সাবধান। অনেক সুন্দর হয়েছে কবিতাটি...........
-
একনিষ্ঠ অনুগত ১৭/০৯/২০১৪ভালো লাগলো।
-
তাইবুল ইসলাম ১৬/০৯/২০১৪বেশ বেশ
ভাল থাকবেন