www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদ্রোহীর বিপরীতে আমি


আমি ভয় দেখেছি, দেখেছি অন্ধকার
আমি কষ্ট সয়েছি, সয়েছি ব্যথার পাহাড়।
আমি ন্যায় ভেবেছি, ভেবেছি বিদ্রোহী, ভেবেছি প্রতিবাদ
আশার পাপড়ি অচিরেই ঝরেছে ন্যায় হয়েছে বরবাদ।
আমি ঘর ভেবেছি পর ভেবেছি, ভেবেছি সমাজ দেশ
সবাই সবার সব পেয়েছে আমার সুন্দরের হয়েছে শেষ।
ভাবনা আমার সুন্দর ছিলো, ছিলোনা পরিবেশটা
তাই আমি ব্যার্থ হয়েছি করেও শেষ চেষ্টা।
চেষ্টা আমার যথার্থ ছিলো কিনা তা আমি জানি না
তবে আমি কোনো মহা মানব নই তাই আর পারি না।
আমি ভীতু আমি মহাভীতু
আমি এখন চরম দূর্বল, রোগে শোকে মহা কাতর
অল্প শোকেই এখন আমি হয়ে যাই কঠিন পাথর।
আমি নই কোনো মুক্ত মানব, করতে পারি না যখন যা চাহে এ মন
সব কিছুতেই জড়িয়ে আছে আশে পাশের আর পরিবারের পিছু টান।
আমি শুকনো আমি রুগ্নো আমি মহা দূর্বল
আতœসম্মানের দোহাইয়ে অর্ধাহারে অনাহারে গায়ে নেই কোনো বল।
আমি নই কোনো যাদুকর আমার নেই কোনো আলাদিনের চেরাগ
আমি চাইলেই এখন পারি না ডিঙ্গাতে অত্যাচারির ব্যারাক।
আমি গরিব, আমি ভিখারি আমার নেই কোনো অপমান
পেটের দায়ে জীবনের পানে অকপটেই নেই সকল দান।
আমি মিথ্যাবাদি, অন্যায়কারী চরম অন্যায় বিচারক
সত্য মিথ্যা কোনোটাই ভাবী না ভাবী শুধুই আমার ভালো হোক।



আমার অপ্রকাশিত উপন্যাশের কবিতার কিছু অংশ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাহেদ সরকার ১৬/০৯/২০১৪
    বেশ দারুন লাগলো।
  • তাইবুল ইসলাম ১৬/০৯/২০১৪
    এটা ভাল লাগল
  • “বৃদ্ধকে রাখনা বার্ধক্য- রাখ যৌবন” তোমার যৌবন ও তারণ্যের প্রয়াস, তারণ্যেকে আরো বেগবান করবে। শুভেচ্ছা রইলো.. আমন্ত্রণ রইলো সবসময়..
  • বিপরীতে বলতে সংঘর্ষে না আপসে। ধন্যবাদ পড়ার জন্য।
  • একনিষ্ঠ অনুগত ১৬/০৯/২০১৪
    বিদ্রোহীর বিপরীতে যাওয়াও যে বেশ কঠিন। তবে ইচ্ছা থাকলে উপায় হয়।।
    • তুহিনা সীমা ১৯/১১/২০১৪
      কবিতাটি পড়ে উপন্যাসটির জন্য অপেক্ষা করতে ইচ্ছে করছে। কখন প্রকাশ হবে?
      • সময় হয় না টাইপ করার। টাইপ শেষ হলেই প্রকাশ করে দেবাে। বাট সিউর বলতে পারছি না...............বাট হয়তো অপেক্ষার অবসান হবে.............
 
Quantcast