সুতরাং
ওরা কবি,
পৃথিবীর নাগরিক
ওদের দেশ নেই!
ধর্ম-জাতি বর্ণ নেই!!
ওরা লাভ-ক্ষতি সুদকষা বোঝে না।
ওরা বোঝে মানবতা
যখন___
মানবিক প্রেম সংকটাপন্ন!
তখন___
ওরা খোঁজে প্রেম,
মানবের সাথে মানবের প্রেম।
তোমাদের কাঁটাতার আর গারদ-
ওদের জন্য নয়! ওদেরকে মুক্ত করো,
ফিরিয়ে দাও কলমের স্বাধীনতা।
নইলে....?
নইলে তা-ই হবে,
যা তোমাদের পূর্বসূরিদের সাথে হয়েছিলো।
ইতিহাস বিস্মৃতির পথে নয়!
সুতরাং ____
তার থেকে শিক্ষা নাও।
পৃথিবীর নাগরিক
ওদের দেশ নেই!
ধর্ম-জাতি বর্ণ নেই!!
ওরা লাভ-ক্ষতি সুদকষা বোঝে না।
ওরা বোঝে মানবতা
যখন___
মানবিক প্রেম সংকটাপন্ন!
তখন___
ওরা খোঁজে প্রেম,
মানবের সাথে মানবের প্রেম।
তোমাদের কাঁটাতার আর গারদ-
ওদের জন্য নয়! ওদেরকে মুক্ত করো,
ফিরিয়ে দাও কলমের স্বাধীনতা।
নইলে....?
নইলে তা-ই হবে,
যা তোমাদের পূর্বসূরিদের সাথে হয়েছিলো।
ইতিহাস বিস্মৃতির পথে নয়!
সুতরাং ____
তার থেকে শিক্ষা নাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০১/২০২০চমৎকার!
-
স্বপন গায়েন ০৬/১২/২০১৯ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০১৯বেশ লাগলো।
-
হাসান ইবনে নজরুল ০৭/১১/২০১৯বাহ! তাদের দেশ, ধর্ম, জাতি বা বর্ণ নাই। সত্যিই কবি তো সবার কারো একার নয়। অথচ অনেকে আমরা কবিরা সবার হতে পারি না। শুভ কামনা কবি সাহেবের জন্য।
-
জাহিরুল মিলন ০৬/১১/২০১৯আসলেই সুতরাং
-
এনামুল হক পাইলট ০৬/১১/২০১৯বাহ! অসাধারণ