www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রলাপ

এইযে দাদা____
গারদের রাস্তাটা বলতে পারেন?
জি, পাগলাগারদ, অনুগ্রহপূর্বক রাস্তাটা বলে দিন!
হয়েছে কী জানেন, প্রাণখুলে হাসিনি অনেকদিন!
তাছাড়া, ভয়ার্তপ্রাণে কেইবা হাসতে পারে?
হ্যাঁগো দাদা, এখানে হাসতে মানা-সরকারি রুল!
হাসি তো ফাঁসি!!
হুম, ফাঁসি মানে ফাঁসি-এক্কেরে গলায় দড়ি।

স্বাধীনতা শুধু পাগলের____
যার প্রাণখোলা হাসিতে উপচে পড়ে দু'গাল!
তবুও কোনদিন ফাঁসিকাঠ তাকে ছুঁতে পারেনি!
চারিদিকে মৃত্যুর মিছিল- অন্যায়ের সুউচ্চ পাচিল
প্রতিদিনই দলেদলে ছলেবলে মরছে মানুষ!!
অতশত ঘূর্ণিপাকে - প্রতিবাদ করিনি
উপেক্ষা করিনি রোদে ঝড়-বৃষ্টিকে!
প্রকৃতির মহিমায়
আমি বড় অসহায়
গুমোট বাতাবরণ - পাগল হয়ে যাই!

দাদা_____,
প্রাণখুলে হাসিনি অনেকদিন!
গারদে যেতে চাই!
দয়াকরে, রাস্তাটা বলে দিন;
আমি হাসতে চাই- হাসতে চাই!
আমি হাসতে চাই!
আমি হাসতে চাই!
কারোরই বিচার চাই না - প্রাণখুলে হাসতে চাই।

_____________
প্রলাপ
ইবনে মিজান
নয়. দশ. উনিশ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast