www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈমানদার মোসলেম

~ ক্যারে মোসলেম, রমজান মাস আইলেই তগো দোকানের বেবাক জিনিসপত্রের দাম এতো বাইড়া যায় ক্যামনে? তোরা কুনোপ্রকার দুই নম্বরি কইরা হারামপথে কামাই করতাছোস নাতো?

- দুরো ব্যাটা, কস কী! তরতো ঈমানডাই নড়বড়ে হয়া গ্যাছেগা!

~ ক্যান!? আমার ঈমান নড়বড়ে হইবে ক্যান?

- আরে ব্যাডা, রমজান অইলো রহমতের মাস, বরকতের মাস! আল্লার রহমত আর বরকতের ঠ্যালায় জিনিসপত্রের দাম হুরহুর কইরা বাইড়া যায়!

~ কস কী মোসলেম!?

- আরে ব্যাডা মুরক্ষো, বেঈমান সন্দ করস ক্যান! যহন আল্লার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না! তহন আল্লাহ ছাড়া আর ক্যাডা আছে? যার হুকুমে জিনিসপত্রের দাম বাড়তে পারে!

~ হ, পারে! দাম বাড়তে পারে!! আল্লাহ ছাড়া আরেকজন আছে, যে দাম বাড়াইবার পারে!

- হায়রে বে-ঈমান, মুনাফিক! ক্যাডায় পারে!? ক দেহি?

~ ইবলিশ শয়তান! হ, একমাত্র ইবলিশ শয়তান'ই পারে এমনে দাম বাড়াইতে! অহনো সময় আছে মোসলেম, পথে আয়! ভালা হইয়া যা!!

[চলুন, এবারের রমজান থেকে শুদ্ধতা অর্জন করি]
# নাটিকা #
ইবনে মিজান
৩০ এপ্রিল ২০১৯
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast