www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্বিচারিণী

বেঁচে থাকার উল্লেখযোগ্য কোন কারণ অবশিষ্ট নেই!
উপলক্ষগুলো অতিমাত্রায় বাড়াবাড়ি, বাতুলতা।
যদিওবা এখানে কেউ'ই কারোর নই,
তবুও সকলে ছুটছি, পায়ে পা মিলিয়ে ছুটছি,
প্রাণপণ ছুটছি- অলীক সুখের প্রয়োজন।
পরস্পরের মুখেচোখে কতরকমের আবেগ- অনুভূতি- বিশ্বাস - ভালোবাসা - প্রেম- পরিণয় - প্রতিশ্রুতি!
অনন্তর, সবকিছুই লোকদেখানো, নিরেট সামাজিকতা
বলা চলে, অন্তঃসারশূন্য সম্পর্কের নোংরা অভিনয়!!

দ্বিচারিণী সবিতার প্রেমময় ব্রতপালন দেখেছি কতবার
অথচ, রাতবিরেতে পুণ্যবান কৃষ্ণচন্দ্র তার সুখেই ভাসে!
নিষিদ্ধপ্রেমের অভিসারিণী আজ মোহময় অনুরক্ত সবিতা!

তবুও বেঁচে আছি,
শুধুমাত্র-
বেঁচে থাকার জন্য।।

________

দ্বিচারিণী
ইবনে মিজান
তিন দুই উনিশ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast