দেশের আকাশে চাঁদ দেখা যায় নি
আসসালামু আলাইকুম ভাই,
শাওয়াল মাসের চাঁদ উঠেছে কি?
- হ্যাঁ ভাই, শুনলাম বিশ্বের বিভিন্ন দেশে শাওয়ালের চাঁদ উঠেছে! তবে.... আমাদের দেশের কোথাও কেউ চাঁদ দেখে নাই!!
আলহামদুলিল্লাহ্, তাহলেতো কালকে ঈদ!! আসেন কোলাকুলি করি ভাই, ঈদ মোবারক...
- না ভাই, আমাদের দেশের কোথাও কেউ চাঁদ দেখে নাই! আমাদের ঈদ আগামীকাল নয়, পরশু হবে!! কাইলকা আসো, কাইলকা কোলাকুলি করবো।
চাঁদতো একটাই ভাইজান, আর সেটাতো সমগ্র মানবজাতি তথা মুসলিম উম্মাহর জন্যই উদিত হয়েছে, হাদিসের কোথাও দেশ, জাতিভেদে চাঁদ দেখার কথা বলে নাই! হাদিসে উল্লিখিত "তোমরা" বলতেও কিন্তু সবাইকেই বোঝানো হয়েছে!!
- ধুর মিয়া, পাগল ছাগলের মত কথা কও! নিজের চোখে চাঁদ না দেখলে রোজা শুরুই করি নাই, তাহলে শ্যাষ করবো কিভাবে?
হাসালেন ভাই, চাঁদ আপনারা নিজের চোখে দ্যাখেন নাই, তাতে কী হয়েছে? যখন নিশ্চিত খবর পাচ্ছেন যে, শাওয়ালের চাঁদ উঠেছে! তখন যারা দেখেছে তাদেরকে স্বাক্ষী মেনে ঈদ পালন করুন। এটাতো হাদিসেরই নির্দেশনা!!! আর আকাশে যে চাঁদ উঠেছে-সেটা কিন্তু শাওয়ালেরই, আপনি দেখেননি তাই বলে রমজান মাস থেমে আছে......!!!!
এমনটা ভাবা কিন্তু আহাম্মকের কাজ!!
- ধুর মিয়া, তোমার মাথা আসলেই গ্যাছে......!!! আমাদের দেশের এত বড় আলেমসমাজ কিছুই বোঝেননি, সব তুমিই বোঝো!! যাও, তুমি কাইলকাই একা একা ঈদের নামাজ পইরো!
ভাইজান, আগামীকাল আমার ঈদ, আপনার রোজা! ঈদের দিনে রোজা রাখা কিন্তু হারাম!! আল্লাহ্কে পাইতে গিয়া ভুল পথে আমল করছেন নাতো!! ভাবুন ভাই। কেয়ামতের দিন কোন আলেমসমাজ আপনাকে বাঁচাবে না! নিজের আমল নিজে করুন- জেনে বুঝে তারপর করুন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।।
শাওয়াল মাসের চাঁদ উঠেছে কি?
- হ্যাঁ ভাই, শুনলাম বিশ্বের বিভিন্ন দেশে শাওয়ালের চাঁদ উঠেছে! তবে.... আমাদের দেশের কোথাও কেউ চাঁদ দেখে নাই!!
আলহামদুলিল্লাহ্, তাহলেতো কালকে ঈদ!! আসেন কোলাকুলি করি ভাই, ঈদ মোবারক...
- না ভাই, আমাদের দেশের কোথাও কেউ চাঁদ দেখে নাই! আমাদের ঈদ আগামীকাল নয়, পরশু হবে!! কাইলকা আসো, কাইলকা কোলাকুলি করবো।
চাঁদতো একটাই ভাইজান, আর সেটাতো সমগ্র মানবজাতি তথা মুসলিম উম্মাহর জন্যই উদিত হয়েছে, হাদিসের কোথাও দেশ, জাতিভেদে চাঁদ দেখার কথা বলে নাই! হাদিসে উল্লিখিত "তোমরা" বলতেও কিন্তু সবাইকেই বোঝানো হয়েছে!!
- ধুর মিয়া, পাগল ছাগলের মত কথা কও! নিজের চোখে চাঁদ না দেখলে রোজা শুরুই করি নাই, তাহলে শ্যাষ করবো কিভাবে?
হাসালেন ভাই, চাঁদ আপনারা নিজের চোখে দ্যাখেন নাই, তাতে কী হয়েছে? যখন নিশ্চিত খবর পাচ্ছেন যে, শাওয়ালের চাঁদ উঠেছে! তখন যারা দেখেছে তাদেরকে স্বাক্ষী মেনে ঈদ পালন করুন। এটাতো হাদিসেরই নির্দেশনা!!! আর আকাশে যে চাঁদ উঠেছে-সেটা কিন্তু শাওয়ালেরই, আপনি দেখেননি তাই বলে রমজান মাস থেমে আছে......!!!!
এমনটা ভাবা কিন্তু আহাম্মকের কাজ!!
- ধুর মিয়া, তোমার মাথা আসলেই গ্যাছে......!!! আমাদের দেশের এত বড় আলেমসমাজ কিছুই বোঝেননি, সব তুমিই বোঝো!! যাও, তুমি কাইলকাই একা একা ঈদের নামাজ পইরো!
ভাইজান, আগামীকাল আমার ঈদ, আপনার রোজা! ঈদের দিনে রোজা রাখা কিন্তু হারাম!! আল্লাহ্কে পাইতে গিয়া ভুল পথে আমল করছেন নাতো!! ভাবুন ভাই। কেয়ামতের দিন কোন আলেমসমাজ আপনাকে বাঁচাবে না! নিজের আমল নিজে করুন- জেনে বুঝে তারপর করুন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৫/০৬/২০১৮সুন্দর , ধন্যবাদ! সময়োপযোগী