মরণ ফাঁদ
কে গাইছে অমন করে?
কুহু কেকার হাজার সুরে
রক্তঝরা ফাগুনমাসের পাগল করা গান
কার সুরে বিগলিত আজ এই দুঃখিত ব্যথিত প্রাণ।
আমের শাখায় থোকায় থোকায়,
মৃদুমন্দ শীতল হাওয়ায় -রক্তজবা, কৃষ্ণচূড়ায়
প্রেমের সুরে কে ডেকে যায়?
নগ্ন শরীর কে ঢেকে দেয়?
ফুলে ফুলে পাতায় পাতায়
মাতাল করা ভালবাসায়
আরক্তিম আভা ছড়ায়;
কার চোখে চোখ রেখে হায়-
বুক বেধে যায় প্রেমের নেশায়।।
সে কেউ নয়! সে কেউ নয়!
এ আমার মনের ভুলেল পরিণয়
সবিই যেন চোখের ভ্রম- কোনকিছুই সত্য নয়
একটুখানি পাবার আশায়- জীবনতৃষা বেড়ে যায়
এক ফাগুনের অপেক্ষাতে- কত ফাগুন চলে যায়
বসন্ত আজ কোন প্রপাতে - চোখেরজলে ভেসে যায়
বর্ণিল পৃথিবী বাসন্তীরং - নিষ্প্রাণদেহী চেয়ে রয়।।
কোন ফাগুনে ঐ গগনে উঠবে আমার সুখের চাঁদ?
যত ফাগুন এলো গেলো সবিই আমার মরণ ফাঁদ!
রচনাকাল : এই ফাগুনের প্রথম দিনে।
প্রথম প্রকাশ :০৮:৫৯-২০.০২.২০১৮
কুহু কেকার হাজার সুরে
রক্তঝরা ফাগুনমাসের পাগল করা গান
কার সুরে বিগলিত আজ এই দুঃখিত ব্যথিত প্রাণ।
আমের শাখায় থোকায় থোকায়,
মৃদুমন্দ শীতল হাওয়ায় -রক্তজবা, কৃষ্ণচূড়ায়
প্রেমের সুরে কে ডেকে যায়?
নগ্ন শরীর কে ঢেকে দেয়?
ফুলে ফুলে পাতায় পাতায়
মাতাল করা ভালবাসায়
আরক্তিম আভা ছড়ায়;
কার চোখে চোখ রেখে হায়-
বুক বেধে যায় প্রেমের নেশায়।।
সে কেউ নয়! সে কেউ নয়!
এ আমার মনের ভুলেল পরিণয়
সবিই যেন চোখের ভ্রম- কোনকিছুই সত্য নয়
একটুখানি পাবার আশায়- জীবনতৃষা বেড়ে যায়
এক ফাগুনের অপেক্ষাতে- কত ফাগুন চলে যায়
বসন্ত আজ কোন প্রপাতে - চোখেরজলে ভেসে যায়
বর্ণিল পৃথিবী বাসন্তীরং - নিষ্প্রাণদেহী চেয়ে রয়।।
কোন ফাগুনে ঐ গগনে উঠবে আমার সুখের চাঁদ?
যত ফাগুন এলো গেলো সবিই আমার মরণ ফাঁদ!
রচনাকাল : এই ফাগুনের প্রথম দিনে।
প্রথম প্রকাশ :০৮:৫৯-২০.০২.২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০২/২০১৮অসাধারণ।এরকম লেখাই চাচ্ছিলাম।
-
মধু মঙ্গল সিনহা ২০/০২/২০১৮বেশ ভালো লেখনী।আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি...